আমাদের কথা খুঁজে নিন

   

সাময়িক কিন্তু ব্যাক্তিগত অতীব জরুরী পোস্ট। (যেহেতু তথ্যগত সাহায্যের ব্যাপারে আমার ব্লগার ভাইয়েরাই এগিয়ে আসেন, তাই তাদের সাহায্যের আশায় আবার ধর্না না দিয়ে পারলাম না।)

জোরে শব্দ ভালো লাগে না । এবার জাহাঙ্গীরনগর BBA(IBA)-তে ভাইভার জন্য selected হয়েছি। অন্যান্য ইউনিটের মতো এবার এখানে IBA-তে কেবল উপস্থিতি না, যথারীতি পরীক্ষা হবে ৫ নাম্বারের (লিখিত ৫৫, ভাইভা ৫, মোট ৬০), যেটা গতবার থেকে চালু হয়েছে। অন্যদিকে এবার IBA-এর ভর্তি পরীক্ষার ফলাফলের কোন Merit Position দেওয়া হয়নি, কেবল 'Selected' তা জানানো হয়েছে। তারমানে তাঁরা কেবল মেধাবী না, Physical আর Intelectual দিকটাও পরোখ করে দেখবে।

ভাইভা আসছে ১ তারিখ থেকে শুরু। কিন্তু অন্যান্য ভাইভার ব্যাপারে গড়পড়তা ধারণা থাকলেও এখানের এই ভাইভার ব্যাপারে আমাদের নুন্যতম ধারণা নেই। মানে- কী ধরণের প্রশ্ন, সাধারণত কোন্‌ কোন্‌ বিষয়ের উপর কথা-বার্তা, কোন্‌ ব্যাপারগুলো এখানে বাদ পড়ার কারণ হয়ে যায় (যেমন- এবার IBA-এর ক্লাসে বলা হয়েছে, ভাইভায় কেউ কোন নেগেটিভ কথা বললেই সে ওখান থেকেই বাদ, ইত্যাদি), সাম্প্রতিক বিষয়ের উপর খুঁটিনাটি জিজ্ঞাসা নাকি সাধারণ পরিচয় পর্ব (যেমন- কী হতে চাই, এখানে কেন ভর্তি হবার ইচ্ছা হল, কেন IBA, ইত্যাদি ) দিয়েই ভাইভা-পর্ব শেষ করা হয় ? এমন আরো আরো প্রাসঙ্গিক বিষয়ে জানা খুব দরকার যার কিছুই জানি না। সেকেন্ড টাইম ভার্সিটি-ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছে এবার। এরপর যে আর সুযোগ নেই তা বাহুল্য বলাটা।

তাই সময় স্বল্পতা আর দুশ্চিতার কারণে পোস্টের ভাষা হয়তো একটু কাঠখোট্টা টাইপের হয়ে গেছে বলে দুঃখিত। তবু উপরে জিজ্ঞাসিত এবং এই প্রসঙ্গের আরো তথ্য জানা থাকলে দয়া করে জানিয়ে বেশ উপকার করবেন বলে আশা রাখি, ভালো টেনশনে আছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।