আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপ : Beginners to Advanced- পর্ব :০৩- সাদাকালোর ৭ কাহন

আমি ................. একটা সময় ছিল যখন রঙ্গিন ছবির প্রচলন ছিল না বা রঙ্গিন ছবি তোলা সহজ হয়ে উঠেনি। তখন সাদাকালোর জয়জয়কার। কিন্তু এখন সাদাকালো ছবি তোলাই আবার ফ্যাশন। কিন্তু রঙ্গিন ছবিটিকে যদি সাদাকালো করার প্রয়োজন পড়ে তাহলে আমরা তা ফটোশপের মাধ্যমে খুব সহজেই করতে পারি। এখন একটু তত্ত্ব কথা কপচাই।

ছবি সাদাকালো করার পদ্ধতিকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। 1. Destructive 2. Non-destructive Destructive: সাদাকালোর করার সেই পদ্ধতি যেখানে সাদাকালো করার উপর কোন নিয়ন্ত্রণ থাকে না। Non-destructive: এই পদ্ধতিতে সাদাকালো করার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এবং প্রয়োজন পড়লে আবার খুব সহজেই ছবিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এবার আমি সাদাকালো করার সা্তটি পদ্ধতি দেখাবো প্রথম পদ্ধতি (Non-destructive): ফটোশপে যেকোনো একটি রঙ্গিন ছবি open করি। এবার Layer menu থেকে New Adjustment Layer menu থেকে Black & white সিলেক্ট করে ok করি।

এখানে দুইটি লেয়ার তৈরি হওয়ায় মূল ছবির লেয়ারটিকে আমারা যেকোনো ধরণের পরিবর্তন করতে পারব আর আমাদের যদি ছবিটি রঙ্গিন করার প্রয়োজন পড়ে তাহলে শুধু তাহলে black & white লেয়ারটি delete করে দিব। সুতরাং এটি হচ্ছে Non-destructive পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি Convert to Grayscale (Destructive): আবার ছবিটি নতুন করে খুলে নিচের কমান্ড প্রয়োগ করি 1. Image > Mode > Grayscale 2. Click ‘Discard’ সাদাকালো হয়ে গেল কিন্তু এখানে ছবিটির সাদাকালো করা নিয়ন্ত্রণ করা যায়নি আর এছাড়া দ্বিতীয় কোনো লেয়ার তৈরি হয়নি যা আমরা delete করতে পারব না যদি আমাদের দরকার না পড়ে। তৃতীয় পদ্ধতি Hue/Saturation Tool (Non-destructive): ছবি ওপেন করে নিচের ধাপগুলো অণুসরণ করি। 1. Layer > New Adjustment Layer > Hue/Saturation 2. Click ‘OK’ 3. Saturation slider কে বামের দিকে -100 পর্যন্ত নিয়ে যাই।

চতুর্থ পদ্ধতি LAB Color Method (Destructive): ছবি ওপেন করে নিচের ধাপগুলো অণুসরণ করি। 1. Image > Mode > Lab Color 2. Image > Mode > Grayscale 3. Click ‘OK’ পঞ্চম পদ্ধতি- Gradient Map (Non-destructive): keyboard থেকে D চেপে foreground color এ কালো এবং background color এ সাদা সেট করি। তারপর 1. Layer > New Adjustment Layer > Gradient Map 2. Click ‘OK’ ষষ্ঠ পদ্ধতি Channel Mixer (Non-destructive): 1. Layer > New Adjustment Layer > Channel Mixer 2. Monochrome box এ টিক মার্ক দিয়ে ok করি। সপ্তম পদ্ধতি Convert to Black and White Tool (Destructive): Alt+Ctrl+Shift+B চেপে ok করি অথবা 1. Image > Adjustments > Black & White এ click করে ok করি। ইতি- ফটোশপার ভাই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।