আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নিবীমার ১৮ কোটি টাকা পাবে তাজরীন, তাহলে কি শ্রমিকদের কথাই ঠিক!

আমি নতুন কিছু পড়তে ভালবাসি অগ্নিবীমার ১৮ কোটি টাকা পাবে আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনস। গত বছরের ডিসেম্বরে কর্নফুলী ইন্স্যুরেন্সে প্রতিষ্ঠানটি এক বছরের জন্য অগ্নিবীমা করে। সে অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই পোশাক কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সরকারি জরিপ দল ক্ষয়ক্ষতির হিসাব বের করতে তদন্তে নেমেছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না থাকায় গত ৪ দিনেও তারা কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি।

এ ব্যাপারে কর্নফুলী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক হাফুজুল্লাহ বাংলানিউজকে জানান, গত বছরের ডিসেম্বরে এ কোম্পানি তাজরীন ফ্যাশনস নামে এক বছরের জন্য ১৮ কোটি টাকার যন্ত্রপাতির ঝুঁকির নিরাপত্তা চেয়ে অগ্নিবীমা করে। আগামী ১৪ ডিসেম্বর এ মেয়াদ শেষ হবে। সে অনুযায়ী এক মাস আগেই দুর্ঘটনা ঘটায় ইন্স্যুরেন্স ক্ষতিপূরণ দেবে। তবে যেসব যন্ত্রপাতির তালিকা দিয়ে বীমা করা হয়েছিল সে অনুযায়ী ক্ষয়ক্ষতির অনুসন্ধান সাপেক্ষে ক্ষতিপূরণ পাবে কারখানাটি। এদিকে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ব্যাংক ঋণ মওকুফ ও বীমার টাকা পাওয়ার জন্যই উদ্দেশ্যমূলক ভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

এ ব্যাপারে তাজরীন ফ্যাশনসের স্বত্বাধিকারী দেলোয়ার হুসাইন এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, যন্ত্রপাতির নিরাপত্তার জন্য কোম্পানির নামে ১৮ কোটি টাকার বীমা করা হয়েছে যার মেয়াদ আগামী ১৪ ডিসেম্বর শেষ হবে। অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানে ১৭-১৮ কোটি টাকার যন্ত্রপাতি ছিল এছাড়াও অন্য কারখানারও অনেক মালামাল এ প্রতিষ্ঠানের গোডাউনে ছিল। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব এখনো তিনি পাননি বলে জানান। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সাভারের নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১১ জনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ওই প্রতিষ্ঠানের গ্রেপ্তার হওয়া তিন কর্মীকে পাঁচ দিনের রিমান্ডে রয়েছে। ওই তিন কর্মী হলেন—তাজরীন ফ্যাশনসের প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন (৩৭), ভান্ডারের দায়িত্বে থাকা কর্মকর্তা হামিদুল ইসলাম লাভলু (৩১) ও নিরাপত্তাবিষয়ক সুপারভাইজার মোহাম্মদ আল আমিন (২৭)। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে গত মঙ্গলবার জাতীয় শোক পালন করা হয়। পাশাপাশি এ উপলক্ষে ওইদিন সারাদেশের পোশাক কারখানায় ছুটিও ঘোষণা করা হয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।