আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে কীর্তনখোলা নদীর ওপর তৈরি ভাসমান মঞ্চে ইত্যাদি প্রচার হবে ৩০ নভেম্বর

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি' সবসময় বৈচিত্র্যময়। দর্শককে নতুন স্বাদ দিতে এবার 'ইত্যাদি'র মূল অনুষ্ঠান ধারণ করা হয়েছে বরিশালে কীর্তনখোলা নদীর ওপর তৈরি ভাসমান মঞ্চে। মঞ্চের পেছনে বিশাল লঞ্চ আলোকিত করে তৈরি করা হয়েছে সেট। গত ২০ নভেম্বর কীর্তনখোলা নদীর তীরে আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ হয় অনুষ্ঠানটি। বর্ণিল আলোয় কীর্তনখোলা সেদিন নুতন সাজে সেজেছিল।

শেকড় সন্ধানী 'ইত্যাদি'র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে 'ইত্যাদি'র প্রাণপুরুষ হানিফ সংকেতের উপস্থাপনায় একের পর এক নান্দনিক সব আইটেম। ফাগুন অডিও ভিশন জানায়, স্টুডিওর চারদেয়ালের বাইরে এসে সারাদেশকে দেখা এবং দেখানো, জানা এবং জানানোই আমাদের উদ্দেশ্য। টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে নিয়ে আসার অভিপ্রায়ে গত কয়েক বছর ধরে আবারও দেশের বিভিন্নস্থানে 'ইত্যাদি' মূল অনুষ্ঠানের ধারণ করা হচ্ছে। 'ইত্যাদি'র আগামী পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচার হবে ৩০ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর।

'ইত্যাদি'র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।