আমাদের কথা খুঁজে নিন

   

বনরানীর স্বপ্ন ( জীবনে প্রথম লেখা কথোপোকথন)

: শুনছ বনরানী? : হুম বলো : কি ভাবছ একা একা? আমাকে নাকি? : উম না...... একটা স্বপ্ন দেখেছি.... অদ্ভুত খুব : এটা আবার কেমন ভুত.... মানুষ খায় নাকি? : আরে না .... শুনবে তুমি আমার স্বপ্ন..? খুবই অন্যরকম... : আচ্ছা বল ...শুনছি.... : একটা বিশাল জলাধার.... আমি তার উপর দাড়িয়ে.... কিন্তু ডুবে যাচ্ছিলাম না...জানো! : তারপর? : ছোট ছোট মাছ পায়ে ঠোকরাচ্ছিল..... আমি হেসেছিলাম...খুব..... শান্ত হাসি.....। : তোমার হাসি তো শান্ত আর শুভ্র সবসময়ই.....ইস! আমার দেখতে ইচ্ছে করছে। : একটা মাছ আমাকে বলল যে ওর পিঠে চড়তে... আমাকে কোথায় নিয়ে যাবে....। : কোথায়? : বনের অনেক ভিতরে..... আমি উঠে পরলাম মাছের পিঠে.... আর ও ডুব দিল..... এক ডুবে আমাকে নিয়ে গেল একটা প্রাসাদের শান বাধানো পুকুর ঘাটে... সেখানে বসে আছে কত শত দাসী..... একেক জনের হাতে একেক উপঢৌকন.....যা দিয়ে স্নান করা যায়....। : তাই? তারপর কি হল? : ওরা আমাকে পেয়ে আনন্দ ধ্বণি করল.... এরপর...রানীর মত স্নান করাল.... আর রানীর পোশাক পরাল... আরো পরাল রানীর মুকুট... ফুল দিয়ে ঘেরা সে মুকুট....আলতা দিল পায়ে... বেনী করল চুলে... আরও কত কি!! : তখন পরীর মতই লাগছিল আমি জানি....।

: লজ্জা দিচ্ছ? এটা আমি শুধুই স্বপ্ন দেখেছি.. : বাস্তবেও তুমি অনেক সুন্দর.... আমার বররানী...। : বাকীটুকু শুনবেনা? : হুম.... শুনব তো...বল.....। : মহলের একটা ‍সুন্দর কক্ষে আমাকে রেখে বলা হল যে ..এই দেশের রাজা এখন আমার সাথে দেখা করতে আসবেন..... আমি যেন অপেক্ষা করি.... কেন জানি ,,আমার মনের আয়নায় একটা পবিত্র মুখ উঁকি দিল...। : ও আল্লাহ তাই? বেশ তো...!! :আমি অধীর অপেক্ষায় বসে আছি.... হঠাৎ কারো আগমনের শব্দ কানে এল.... আমার মনটা ঘাবড়ে গেল.... আমি চোখ বন্ধ করে বিড় বিড় করলাম.... ভয় তাড়াতে...। : একটা শীতল কিছু আমার কপাল স্পর্ করল... আমি চমকে তাকালাম.... আমার সামনে একটা লিকলিকে অক্টোপাস.... আমাকে আঁকরে ধরছে...আর বলছে ..ভয় পেওনা রাজকুমারী.... আমি এদেশর রাজপুত্র... আমি এক জিপসী বুড়ির জাদু বলে এমন হয়ে গেছি..... তুমি বনরানী,,, আমাকে ছুঁয়ে দিলেই জাদু কেঁটে যাবে..আমি আবার মানুষ হতে পারব।

: আমি ভয়ে শুধুই চিৎকার করছি.... না না... আমাক মুক্ত কর.... আমি বনে ফিরে যাব... হঠাৎ একটা আলো এলো ঘরে....কোথায় গেল অক্টোপাস...? সেখানে সুন্দর একটা রাজপুত্র.... আর আমি তাকে চিনি.... কে জান? : ওহ! তাই? কে ছিল সে? : তুমি.... কি যে সুন্দর লাগছিল তোমাকে....? আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম.... : মানে কি বুঝব? আমি এখন সুন্দর না? : আমি কি তাই বলেছি নাকি.....ধুর!! : হাহাহাহাহা.... ধুর!! বললে এখানেই অক্টোপাস হয়ে যাব...হুম!! : না না না.,..... তুমি এমন হয়েই থাক.,,, হাত দুটি শুধু কখনও ছেড়না ..স্বপ্নকে একেবারেই ছুটি...... এখন তুমি শুধুই আমার মতই মানুষ.... আমার পরিপূর্ণ আর অভিশাপ মুক্ত বনরাজা। written by .......... তানিয়া হাসান খান Tania hasan khan সময়: রাত্রি 1:30 মি. তারিখ: 26। 11। 12 ইং  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।