আমাদের কথা খুঁজে নিন

   

বড় বাঁচা বাঁচলাম

"মনের ভেতর মনের ছায়া রেখো আড়াল করে" গতকাল সকাল দশটায় ছিল প্রেজেন্টেশন। তার আগের দিন প্র্যাকটিস করতে করতেই এফবিতে একটা স্ট্যাটাস মেরে দিলাম। স্ট্যাটাসটা অবশ্য এক ছোট্ট বন্ধুর সাথে প্ল্যান করে দেওয়া। এক বন্ধুর পিলে চমকে দিতে স্ট্যাটাসটা দেওয়া। একজনের পিলে চমকে দেওয়ার জন্য দিলেও অনেকেরই পিলে চমকে গেছিল হঠাত দেখি গ্রুপে সিআর এর একটা পোস্ট আসলো।

পোস্টে সে লিখেছে বুধ ও বৃহস্পতি দুইদিনই ক্লাস ও পরীক্ষা হবে!! বুধবারের পরীক্ষা সহজ পরীক্ষা। কিন্তু বৃহস্পতিবারেরটায় আমাদের সবার জন্য জমে মানুষে টানাটানি পরীক্ষা। এই সংবাদ দেখে আমারই গেল পিলে চমকে। তারপর পিলে চমকানির যন্ত্রণায় এফবি থেকে ভেগে আসতে বাধ্য হলাম তারপরদিন সকালবেলায় আমি ভালোই ছিলাম। কিন্তু যেই না শাড়ি পরলাম, তারপরেই কেমন যেন নার্ভাস হয়ে গেলাম।

আমার নার্ভাসনেসের জন্য শাড়িটাই বিশেষভাবে দায়ী ছিল। আমি আগে যখন শাড়ি পরেছি, তখন কখনোই আমার এরকম অশান্তি লাগেনি তাও ভালো, ভালোই ভালোই ভালোভাবে পারফর্ম করতে পেরেছি। আমি মনকে অবশ্য অনেকবার বুঝিয়েছিলাম, মনরে এতো টেনশনের কিছু নাই রে! তুই কোনোরকম প্রেজেন্টেশন দিয়েই হলে এসে পড়বি তখন ভাল্লাগবে! ক্লাসের মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল। আমাদের গ্রুপের প্রেজেন্ট করার সময় আমি ব্যাগ রেখে সামনে গেলাম... ঠিক তখন কেউ একজন আমার ফোনটা বের করে নিয়েছে! কে নিয়েছে তাও জানি কিন্তু কিছু তো আর বলা যায় না। যে নিয়েছে, সে একজন নেশায় আসক্ত মানুষ আমার মানুষের উপর যখন রাগ লাগে তখন প্রতিশোধ নিতে ইচ্ছা করে তিনভাবে।

১. কাউকে কাউকে আমার কথা শুনাতে মন চায় ২. কাউকে কাউকে আমার থাপ্পড় দিতে মন চায় ৩. আবার কাউকে কাউকে মাটিতে ফেলে পুরাই মারধর করতে মন চায়। আমার মোবাইল ফোন চোরকে আমার মাটিতে ফেলে মারতে মন চায়। কিন্তু গতকাল থেকে কেন জানি ওর জন্য বেশ মন খারাপ হলো। আমার মানসিকভাবে অসুস্থ মানুষগুলোর জন্যই কেন জানি বেশি খারাপ লাগে। এরপর আমি এক ফ্রেন্ডের কাছ থেকে ফোন নিয়ে বাসায় জানিয়ে দিলাম ঘটনা।

এখন আমি ফোন ছাড়াই আছি। আজকে একটা পরীক্ষা দিলাম। নিজেকে "শুভকামনা" বলে পরীক্ষা দিয়েছি কোনো রকমভাবে। আগামীকাল যে পরীক্ষাটা আছে, সেটায় ৭ টা বড় বড় চ্যাপ্টার!! আজ সারাদিনে পড়েছি মাত্র দুইটা! আরও ৫ টা! এই পরীক্ষায় পড়ালেখা করেও লাভ নাই কারণ স্যারের উপর কোনোই ভরসা নাই। এইজন্য পরীক্ষাতেও নিজেকে "শুভকামনা" বলে পরীক্ষা দিবো আজকে সকালে স্বপ্ন দেখলাম চোর আমার এফবিতে ঢুকে খালি স্ট্যাটাস মারছে।

স্বপ্নে আমার অনেক কষ্ট লাগছিল। ভাগ্য ভালো যে ঐদিন আমার পিলে চমকে গেছিল। পিলে চমকে গেছিল বলেই আমি এফবিটা ডিএ্যাকটিভেটেড করে রেখেছিলাম। এফবিটা যদি ডিএ্যাকটিভেটেড করা না থাকতো, আর তখন যদি চোর আমার এফবিতে ঢুকে উল্টা পাল্টা করতো তখন তো আমি তো আর আমি থাকতাম না! ফোন নাম্বার আর ফেইসবুক এ্যাকাউন্ট... এই দুইটা পাল্টানোই অনেক কষ্ট, অনেক ঝামেলা। কিন্তু তা সত্ত্বেও এখন এগুলো পরিবর্তন করতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।