আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতালে আইয়ুব বাচ্চু

আমার কথা............ হঠাৎ করে অসুস্থ বোধ করায় গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। গতকাল রাতে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আইয়ুব বাচ্চু বর্তমানে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিলের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে আবদুল্লাহ আল জামিল বলেন, ‘আইয়ুব বাচ্চুর ফুসফুসে পানি জমেছে। এ কারণেই শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় বেশ কষ্ট অনুভব করছিলেন তিনি।

চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তাঁর অবস্থার উন্নতি ঘটেছে। ’ তিনি বলেন, শ্বাসকষ্টজনিত সংকট কাটলেও আপাতত তাঁকে মাস-খানেক বিশ্রামেই থাকতে হবে। ’ আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম বলেন, ‘চিকিৎসকের পরামর্শে বাচ্চু ভাইকে এক মাস বিশ্রামে থাকতে বলা হয়েছে। আর তাই বাচ্চু ভাইয়ের হঠাৎ অসুস্থতায় আগামী এক মাসের সবগুলো কনসার্ট বাতিল করা হয়েছে। কনসার্টগুলো বাতিলের সিদ্ধান্তে আইয়ুব বাচ্চু সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি’।

লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।