আমাদের কথা খুঁজে নিন

   

শিগগিরই বাংলাদেশে ইউটিউব চালু হবে

সোলায়মান বাংলাদেশে বন্ধ করে রাখা ইউটিউব শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, মহানবী (সা.)-কে কটাক্ষ করে তৈরি করা চলচ্চিত্রটি যেন ইউটিউব খুললে দেখা না যায়, এ ব্যাপারে ব্যবস্থা নিতে ইউটিউব কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়। মন্ত্রী গত চার বছরে মহাজোট সরকারের বিভিন্ন ক্ষেত্রের সফলতার চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ২০০৫ সালে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ। বর্তমানে এটি ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এটি অতীতের সব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। সংবাদ সম্মেলনে তথ্যসচিব হেতায়েতুল আল মামুন ও প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.