আমাদের কথা খুঁজে নিন

   

শিগগিরই খুলছে ফেইসবুক

আমি তো কিছু না

ঢাকা, জুন ০৩ - সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেইসবুক খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কয়েকটি সরকারি সূত্র। তবে ঠিক কবে খুলে দেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি সূত্রগুলো। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যাঙ্গাত্মক ছবি ফেইসবুকে প্রকাশ করায় গত শনিবার একজনকে গ্রেপ্তারের কয়েকঘণ্টা পর ওয়েবসাইটটি সাময়িক বন্ধ (ব্লক) করে সরকার। খুলে দেওয়ার ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা ইসলামবিরোধী দুটি ফ্যান পেইজ এবং একটি অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে। আরেকটি অ্যকাউন্টও সরিয়ে নিচ্ছে।

" তিনি বলেন, ওয়েবসাইট কর্তৃপক্ষ ভবিষ্যতে 'সমস্যাসংকুল' বিষয়ের ক্ষেত্রে স্থানীয় নিয়ন্ত্রকের সঙ্গে একযোগে কাজ করতে রাজি হয়েছে। ফেইসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভানের উদ্ধৃতি দিয়ে জিয়া আহমেদ বলেন, "তিনি বলেছেন, আমি বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে সজাগ থেকে বাংলাদেশে ফেইসবুকের নিরাপদ ব্যবহারের বিষয়টি নিয়ে কাজ করবো। " চেকফেইসবুক.কম (পযবপশভধপবনড়ড়শ.পড়স) সাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা আট লাখ ৭৬ হাজার ২০। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফেইসবুক। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক যুকেরবার্গ এবং তার সহপাঠী এদুয়ার্দো সাভেরিন, দুস্তিন মোস্কোভিৎয ও ক্রিস হিউজ এর প্রতিষ্ঠাতা। শুরুতে এতে শুধু হার্ভাডের শিক্ষার্থীরাই যুক্ত হতে পারতেন। চেকফেইসবুক.কম (পযবপশভধপবনড়ড়শ.পড়স) সাইটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ১২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার চারশ ২০ জন সাইটটি ব্যবহার করেন। ব্যবহারকারীর হিসেবে এটি সর্বোচ্চ। পাকিস্তান, সিরিয়া, চীন, ভিয়েতনাম ও ইরানেও ওয়েবসাইটটি সাময়িক বন্ধের (ব্লক) শিকার হয়।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার মাহবুব আলম রডিনের বিরুদ্ধে একাধিক আইডি ব্যবহার করে নানা ধরনের সাইবার অপরাধ করার অভিযোগ করে র‌্যাব। এর আগে গত শুক্রবার কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ফেইসবুক বন্ধের দাবি জানায়। সেদিন দুপুরে মুক্তাঙ্গনে এক সমাবেশে এ দাবি জানানো দলগুলো হলো� ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন। এ দাবিতে দলগুলো আগামী ২৮ জুন হরতাল করারও ঘোষণা দেয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.