আমাদের কথা খুঁজে নিন

   

তাজরিনের ৩ কর্মী গ্রেপ্তার

ভালো কিছু করতে চাই সাভার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের সময় শ্রমিকদের বের হতে বাধা ও কলাপসিবল গেইটে তালা দেয়ার অভিযোগে কারখানার এক প্রশাসনিক কর্মকর্তাসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে ঢাকা ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- তাজরিনের প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু ও সিকিউরিটি ইনচার্জ আল আমীন। পরে মহানগর পুলিশের মিডিয়া সেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সময় কারখানা থেকে জীবিত বের হয়ে আসতে পারা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুলালকে আটক করা হয় রামপুরার বনশ্রী এলাকা থেকে।

উত্তর বাড্ডায় তাজরিন ফ্যাশনসের মালিক দেলেয়ার হোসেনের এক ভাগ্নির বাসা থেকে গ্রেপ্তার করা হয় স্টোর ইনচার্জ লাভলুকে। আর মঙ্গলবার রাতে নিশ্চিন্তপুর থেকে আল আমীনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জনের মৃত্যুর হিসাব জানিয়েছে সরকার। এর কারণ খতিয়ে দেখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রশাসন, ফায়ার ব্রিগেড ও পুলিশের পক্ষ থেকেও আলাদা কমিটি করা হয়েছে। ওপর থেকে লাফ দিয়ে বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিক বলেছেন, তাজরিন ফ্যাশনসে আগুন লাগার সময় কলাপসিবল গেইটে তালা থাকায় হতাহতের সংখ্যা এতো বেড়েছে।

মোহাম্মদ রিপু নামের এক শ্রমিক ঘটনার পরদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনের শুরুতে ফায়ার এলার্ম বেজে উঠলেও কর্তৃপক্ষ তাদের বলে, এলার্ম নষ্ট হয়ে গেছে, আগুন লাগেনি। ‘ঠিক করে দিচ্ছি’ বলে কলাপসিবল গেইটে তালা এঁটে দিয়ে কাজ করতে বলা হয় শ্রমিকদের। হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, আহত শ্রমিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। আগুন লাগার পর কারখানা থেকে শ্রমিকদের বের হতে বাধা দেয়া, আগুনের বিষয়ে ‘মিথ্যা’ তথ্য দিয়ে কর্মীদের কাজে ফেরত পাঠানো, এমনকি কলাপসিবল গেইটে তালা লাগিয়ে দেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। প্রয়োজন হলে কারখানার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

কারখানায় প্রাণহানির এই ঘটনায় সোমবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তাজরিন ফ্যাশনসের পোড়া ভবনের নিচে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এটা নাশকতা। প্রধানমন্ত্রীও ইতোমধ্যে বলেছেন, এটা নাশকতা। ” “এর সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর”, বলেন মন্ত্রী।

তদন্ত শেষ হওয়ার আগেই কীভাবে নাশকতার কথা বলা হচ্ছে জানতে চাইলে তাজরিন কারখানায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তদন্তেই সব বেরিয়ে আসবে”। তাজরিনে অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়ায় ডেবনেয়ার ফ্যাশনসে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে সুমি বেগম ও জাকির নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ওই ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বলেন, “সুমি ২০ হাজার টাকা পেয়েছে এই আগুন দেয়ার জন্য। যে টাকা দিয়েছে তাকেও ধরা হয়েছে।

কিন্তু, এর পেছনে কারা আছে, তাদের বের করতে হবে। ”  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।