আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়ান ইউনিভার্সিটিতে এডমিশন ও স্কলারশিপ পাওয়ার সহজ উপায় (পার্ট ১)

মরে যাবার জন্যে বেঁচে আছি, সুন্দর কিছু স্বপ্ন নিয়ে... আমার এই লেখাটা যদিও ইনহা ইউনিভার্সিটি নিয়ে লেখা, কোরিয়ার অন্য ইউনিভার্সিটির জন্যেও অনেকখানি প্রযোজ্য। ইনহা ইউনিভার্সিটি (http://eng.inha.ac.kr/) কোরিয়ার ইনচনে অবস্থিত মাঝারি আকারের একটি ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং মেজরের জন্যে এটির যথেষ্ঠ সুনাম আছে। সায়েন্স/ইঞ্জিনিয়ারিং মেজরে (Click This Link) মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে এডমিশন পাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ। সর্বনিম্ন প্রস্তুতিঃ . একজন প্রফেসরকে সুপারভাইজর হিসেবে রাজি করতে হবে।

ই-মেইল করে গবেষনার আগ্রহ প্রকাশ করুন রেজুমিসহ। . সর্বনিম্ন IELTS স্কোর ৫.৫ বা TOEFL-ibt স্কোর ৭৬। . সর্বনিম্ন জিপিএ ২.৫/৪.০ বা ২.৭/৪.৩ বা ৩.০/৪.৫ বা ৮০/১০০। যাদের ট্রান্সক্রপ্ট মার্ক সিস্টেমে আছে, তারা জিপিএ সিস্টেমে কনভার্ট করে সুবিধা পাবেন। এখানে উল্লেখ্য যে, পিএইচডি আবেদনকারিকে সবসময় স্কলারশিপের জন্যে অগ্রাধিকার দেয়া হয়।

ব্যাচেলর ডিগ্রীধারীও ইন্টিগ্রেটেড প্রোগ্রামের (মাস্টার্স + পিএইচডি) আবেদন করে এই সুবিধা নিতে পারেন। মনে রাখা দরকার, ইন্টিগ্রেটেড প্রোগ্রাম গ্রাজুয়েট কেবলমাত্র পিএইচডি সার্টিফিকেট পাবেন। স্কলারশীপঃ ইউনিভার্সিটি স্কলারশিপঃ প্রত্যেক বছরে সাধারণত ৮০ টা ফুল আর ৪০ টা হাফ জংসক ইন্টারন্যাশনাল স্কলারশীপ দেয়া হয় নতুন স্টুডেন্টদের। Click This Link এখানে উল্লেখ্য যে, এই স্কলারশীপ কেবলমাত্র ফুল বা হাফ ফি (টিউশন ফি এবং এন্ট্যারেন্স ফি) কভার করে। তার মানে এই স্কলারশীপ থেকে হেলথ ইনস্যুরেন্স ফি এবং লিভিং কস্ট দেয়া হয়না।

তবে, সায়েন্স/ইঞ্জিনিয়ারিং মেজরের স্টুডেন্টরা মাসিক ভাতা পেয়ে থাকেন প্রফেসরের কাছ থেকে (বিভিন্ন প্রজেক্টে কাজ করে বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে)। মাসিক ভাতার পরিমান প্রফেসর এবং স্টুডেন্টের আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়, ইউনিভার্সিটি অথোরিটি এতে দায়বদ্ধ নয়। কোরিয়ার গভরমেন্ট স্কলারশিপঃ http://www.niied.go.kr/eng/index.do হেলথ ইনস্যুরেন্স ফিঃ বছরে আনুমানিক ২০০ ডলার। কম-বেশি হতে পারে। থাকা খাওয়া খরচ (১ জনের জন্যে) বাসা-ভাড়াঃ প্রতিমাসে ১২০ ডলার থেকে ৩০০ ডলার (বাসার মান ও সুবিধার উপরে নির্ভর করে)।

খাওয়া খরচঃ রান্না করে খেলে প্রতিমাসে ১৫০ ডলার (সামান্য কম-বেশি হতে পারে)। ইন্টারনেট ফিঃ প্রতিমাসে ১৫ ডলার থেকে ৩০ ডলার পর্যন্ত। মোবাইলঃ প্রতিমাসে ১০ ডলার থেকে ৫০ ডলার। যাতায়াতঃ ব্যক্তির উপরে নির্ভশীল। কোরিয়ান ইউনিভার্সিটি নিয়ে স্পেসিফিক কোন প্রশ্ন থাকলে ফেইসবুক গ্রুপে করলেই হবেঃ Scholarships for Bangladeshi Students Click This Link ভাল থাকবেন সবাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.