আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টসে এতো আগুন জ্বলে ক্যা? আমারদের মাথায়ও আগুন লাগবে কিন্তু...

পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ...... আবারো গার্মেন্টেসে আগুন !!! গোয়েন্দারা কি বইসা বইসা মুড়ি খায় নাকি.... সাভার : আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশন লিমিটেডের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক পালন শেষ না হতেই আরেকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাইপাইল বাসস্ট্যান্ডের পুর্বপাশে গ্রিল্ডেন শাহারিয়ার গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে কারখানার জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার কন্ট্রোল রুম জানায়, ধামরাই ইপিজেড ও বাইপাইল থেকে মোট ৬টি ইউনিট আগুন নেভোনোর কাজে অংশ নেয়।

এদিকে, আগ্নিকাণ্ডের ঘটনা দেখতে দলে দলে বিভিন্ন দিক থেকে শত শত লোক ছুটে আসে। এক পর্যায়ে ক্ষুব্ধ লোকজন মহাসড়কে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়, রাস্তা অবরোধ করে। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, রাত ৮টা ২০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের ব্যাপারে ডিইপিজেডের দমকল কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। এটা তো এখন সদ্য ওয়া ওয়া করা বাচ্চাও বুঝে যে সামথিং ইজ রং .... !! দেন ফাইন্ড আউট !! মেজাজ খারাপ হইতেসে, কারো কারো সার্থ সিদ্ধির জন্য এতোগুলো নিরাপরাধ মানুষ নিয়ে কেনো ছিনিমিনি .... আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে স্বরজন্ত্র ভেবে পারছি না শুরু করবো কোথা থেকে, আমরা অনেকেই হয়তো জানি গত ১০ নভেম্বর চীন থেকে একটি ব্যবসায়ী দল বাংলাদেশে আশে তাদের ইচ্ছা বাংলাদেশের পোশাক শিল্পে তারা বিনিয়োগ করবে,ী নিয়ে তারা FBCCI ও অন্নান প্রতিষ্ঠান BGMEA এদের সাথে বিঠক করে, গত কয়েক বছর যাবত চীন তাদের ব্যবসা পোশাক শিল্প থেকে সরিয়ে এলেক্ট্রনিক্স ও ভারী শিল্পের দিকে আগ্রহী হয়ে উঠেছে । তাই বাংলাদেশের জন্নে একটা বিরাট সুযোগ সামনে অপেক্ষা করছে, তাছারা কিছুদিন আগে সুভিয়েত ইউনিয়ন বাংলাদেশের নীট পন্নের আমদানীর প্রতি আগ্রহ প্রকাশ করেছে , বাংলাদেশের পোশাক শিল্পকে সামনে সোনালী দিন হাতছানি দিচ্ছে , তাছারা বাংলাদেশর পোশাক শিল্প ২০১১ সালের হিসাব অনুযায়ি রপ্তানীর পন্নের পরিমানের দিক থেকে ১ম ও আয়ের দিক থেকে ২য় অবস্থানে আছে বিশ্ব বাজারে , বাংলাদেশের মত একটি উন্নয়নশীল দেশের জন্নে এটি অনেক বড় একটি পাওয়া, গত কদিন যাবত শীল্প কারখানাগুলুতে আগুন লাগার ঘটনা গুলি আকশ্মিক না এই ব্যপারটা একটা শিশু বাচ্চাও বুঝতে পারবে, ক্রমাগত একটার পর একটা ফেক্টরিতে একি ঘটনার পুনরাবৃত্তি , হাতেনাতে ধরা পরা চক্রের কিছু সদস্য , বাংলাদেশের পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি আন্তর্জাতিক বাজারে নষ্ট করাই হল এই চক্রের প্রধান লক্ষ, সমাজের এক শ্রেনীরমানুষ আছে যাদেরকে নাম মাত্র কিছু টাকার প্রলভোন দিয়েই অর্জন করে নিতে পারে সুদুর প্রসারী পরিকল্পনার সাফল্য! ইতিমদ্ধে কিছু নামি ব্র্যান্ড তাদের সাপ্লায়ারদের অনেকের সাথে সম্পর্কচ্ছেদ করার ঘোষণা দিয়েছে । চোখের সামনে আমাদের এরকম একটা সেক্টর শেষ হয়ে যাবে? এটা কি আমরা মানতে পারবো? সময় এসেছে কথা বলার, দেয়ালে পিঠ ঠেকে গেছে কিন্তু, আর কতদিন চুপ করে থাকবেন? আর কতো সহ্য করবেন মুখ বুজে?????? নিজের বিবেক কে প্রশ্ন করুন, ২তা মিনিট চখ বন্ধ করে ভাবুন দেখি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.