আমাদের কথা খুঁজে নিন

   

আর্য বাতাস আজো বয় নীল বালুকায়

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই কন্টক রাত । ঘুমন্ত সময়। জেগে ওঠে হেইডিসের অতৃপ্ত আত্মা । হাজার বছরের তৃষ্ণা। পেয়ালায় পরিবেশিত কুমারী রক্ত ।

স্বাদহীন সুরের ব্যঞ্জনা। তৃতালে মাদল বোল । যক্ষ নৃত্যে উত্তাল শ্বশান মঞ্চ। অক্টোপাস আঁধার গিলে খায় অবশিষ্ট সঙ্গিত । সমুদ্র মন্থিত স্রাব স্রোতে স্নান করে পেসোডাইন কন্যা ।

কোনো এক কাপালিক জোছনার গলিত দেহ পড়ে থাকে কালাহরি প্রান্তরে । একটানা পিচাশ শিৎকারে অর্গাজম করে বৃদ্ধ গোক্ষুর । কুহেলিক পর্দায় ভেসে ওঠে কুয়াশা চিত্র । একটা গিরগিটি ওৎ পেতে থাকে জারজ সন্ধ্যা বেলা । আর্য বাতাস আজো বয় নীল বালুকায় ।

এই উষঢ়ে ছিল সবুজ নদী । যার তৃণ জলে পানসি ভাসাতো সুখি শালিকের দল । বেহুলা ঘুঙুরে মেলতো পেখম বন ময়ুর । গেরুয়া আকাশে সপ্তমীর চন্দ্রিমা আসর জমাতো কালপুরুষ গানে । বেদিনী আঁচলে বাঁধা ছিল বেদুঈন সুর ।

দ্রাবিড় বেহালায় শুদ্র খেয়াল ছিল অগ্রাহায়ন কালে । কালো পাপিয়ার ডানায় নবান্ন ছিল চৈতালি ঘ্রাণে । রাঙা ঝিনুকে দোপটি ফুটেছিল বিগত অস্তরাগে । দূর হ্রেষা স্বরে ঊষার ঐক্যতান । সপ্ত ডিঙার রঙধনু পালে হরিৎ আহ্বান ।

একতারা পথে বৈষ্ণবী পথিক একলা হেটে চলে । প্রজাপতি ছন্দে শিউলী আনন্দে বকুল লুকিয়ে থাকে । ফিনিক্স হৃদয় স্বপ্ন দেখায় মর্মর শার্শি পরে । জোনাক অভিসারে জারুল ডাকবে মহুয়া বাঁশির সুরে । বলে যায় সারলি বেলা অনাগত মুকুলে লেখা হবে জোনাকির মায়া কাব্য ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.