আমাদের কথা খুঁজে নিন

   

জীবিত কি মৃত...(??)

!! এ শিকল ছিড়ব আমি কেমন করে!! অঙ্গার পাংশু উড়ে যায় লাশের পোড়া গন্ধ ভাসে নিশ্চিন্তপুরের বাতাসে, লাভের কাবাব হয়ে গেছে একশত এগারটি তরতাজা প্রান সমাপ্ত কাজ শেষে ফিরে গেছে ফায়ার সার্ভিস আর্মিও ফিরে গেছে ব্যারাকে, নিশ্চিন্তপুরের মানুষের অনিশ্চিত ছোটছুটি চলে চলে অঙ্গার শরীরের দরদাম, তারপর প্রেসনোট প্রেসনোট আর প্রেসনোট প্রতিশ্রুতি প্রতিশ্রুতি শুধুই প্রতিশ্রুতি। পুড়ে অঙ্গার চেনার অতীত দেহগুলো সারিবদ্ধ পড়ে আছে ক্ষতিপূরণের অপেক্ষায় চলে আরো দরদাম, চলে প্রেসনোট, চলে আরো প্রতিশ্রুতি মা বাবা ভাই বোন স্বজনেরা চেয়ে থাকে সেই প্রতিশ্রুতি পরিধানের আশায় একবার শুধু একবার অঙ্গার দেহটা জড়িয়ে ধরার ইচ্ছায় শুধু শেষবারের মত বিদায় বলায় ইচ্ছায় শেষবার বুকে জড়িয়ে নেয়ার বাসনাগুলো বুকেচাপা আকুতিতে চেয়ে থাকে সারিসারি লাশের মিছিলে। চোখদুটি চেয়ে থাকে, বুকেচাপা হুতাশত উজার করে কেঁদে উঠার কামনায়, নিশ্চিন্তপুরের বর্নহীন বাতাসে লাশের গন্ধ অনিশ্চিত এখন করিমন আমজাদ নছিমন কোরাসে নাম পরিচয়হীন চেহারা চিনিয়ে দেবে কে? ওরা অমানুষ জীবন্ত কি মৃত, মূল্যহীন প্রান আজ দরদামে দামী, একশত-হাজার চলে আরো দরদাম আজ মৃত্যু মহড়ায় শঙ্কিত কেউ নেই জীবনের মহড়ায় মৃত বিবেক লাশের মিছিলে, শান্ত হয়ে যায় আরো একবার জীবন্ত হয়ে উঠে জীবনের চাহিদা আবার সাইরেন বাজে, নিঃশব্দে তালেতালে চলে লহুশূন্য মানুষের মিছিল হেঁটে চলে কসাইখানায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।