আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বপ্নগুলো

saving the world by sleeping ঘটনা ১ সারাদেশ টিভিসেটের সামনে বসে আছে । ব্লগাররা পোস্টের পর পোস্ট দিয়ে যাচ্ছেন । ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাসে ভরে গেছে । সবাই চুপ করে আছে । পাড়ার দোকানের সামনে দাড়িয়ে লোকজন ফিসফাস করছে ।

কিন্তু কেউ ঠিক মত কিছু বলছে না । আমার প্রচন্ড কান্না পাচ্ছে । ঘটনা কি? আজকের সংবাদ শিরোনাম - পাঠিকা করুণ মুখ করে জানাচ্ছে - 'এটা বাংলার ইতিহাসে এক স্মরণীয় দিন । আজ সকাল বেলা মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন । ঘটনার বিস্তারিত তেমন কিছু জানা যায়নি ।

ঘটনাস্থল থেকে আবুল হোসেন রিপোর্ট করেছেন যে স্থানীয় লোকজন বলছেন - গত নির্বাচনের সময় জন গণকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট আদায় করার কারণে তিনি পদত্যাগ করেছেন । ' নিজের কানকে বিশ্বাস হচ্ছে না । পাঠিকা আবার বলছেন - 'সরকার থেকে বলা হয়েছে - সাধারণ মানুষ মিথ্যা বললেও বলতে পারে, কিন্তু জন গণের প্রতিনিধি নয় । ' ঘটনা ২ সকাল বেলা ঘুম থেকে উঠে সংবাদপত্রে একবার চোখবুলানো বহুদিনের অভ্যাস । কি আশ্চর্য কাগজটা হাতেই পাচ্ছি না ।

এর ওর হাতে ঘুরছে । কি হল? কি এমন সংবাদ বেরুল । কারখানার মালিককে ৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছে । গত সপ্তাহে যে অগ্নিকান্ড ঘটল সেই কারণে । কিন্তু কারও তো কোন ক্ষতি হয়নি।

কে করল এই কাজটা । বড়বড় করে কাল হরফে লিখা 'পুলিশ' । রিপোর্টার আরও লিখেছেন - 'পুলিশ আর গোয়েন্দারা বসে আছে কোন রাজনীতিবিদ আর কোন শিল্পপতি কোনো আইন ভঙ্গ করল কিনা? তাদের জরিমানা হবে সাধারণের চেয়ে কয়েক হাজার গুণ । পুলিশ এখন জন গণের বন্ধু । ' ** ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং মন গড়া ।

** বোল্ডকৃত অংশগুলো এই সূত্র থেকে নেয়া হয়েছে ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।