আমাদের কথা খুঁজে নিন

   

চব্বিশ - এগারো- বারো

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। "... মানসিক অবস্থা চরম রকমের খারাপ...এই দলের নেতা আসে, ওই দলের কেতা আসে... মাইনশেরে আবুল ছাবুল বানায়া নিজের ঘরে লেপের তলায় মোড়া দেয়... মাইনশের দুঃখ তাতে আধা ফোঁটা কমেনা। মেয়রের বুকে-মন্ত্রীর হাতে মাথা রাইখা কাঁদলে কি লাশ হয়ে যাওয়া বড় ভাইয়ের চোখ আর খুলবেরে গাধুর দল...!!!!... সরকারি দল-বিরোধী দল আর হাজারো হাজারো কোন্দল- প্রত্যেকে আইসা নিজের ভাগ্য ফেরানোর জুয়া খেলবে এই সময়... জুয়ার তুরুপের তাস হবে তোমার আমার লাশ... এই গুলান সব জানা কথা, সময়ে মলম লাগায়া দিবে... শুধু পরের বার বহদ্দারহাট দিয়া কক্সবাজার যাবার কথা ভুলেও মনে আনুম না আমরা.. কিন্তু, যারা ওইখানেই থাকে বা ওইখানেই যাদের অন্নের যোগান তারা কি ওই উড়াল ভঙ্গুর সেতু-র নিচে গিয়া আত্মহত্যার দিন গুনবে...!!!... কি করবে পোশাক শিল্পের হাজারো মজুর... ওরা কি আগুন কাবাব হবার আশায় খোঁদারে ডাইকা বিচার দিয়া দৌড় দিবে কাজে...!!!!!! এক্কেবারে না...অনেক তো হইল... এইবার আর ভুলতে না দেই আমরা... নতুন ইস্যুতে আর হিসু না করার কসম কাটুক সবাই... সাংবাদিক-নেতা- চোরজনতা-সরকারি দল- বিরোধী দল- আঃলিগ-বিএনপি-জামাত-এই-সেই-ধুই-ফুই সবাই দিনশেষে নিজের ঘরে গিয়া শান্তির ঘুম দিক... দরকার নাই কারো... আম-জনতার এখন ঘাম ঝরাবার দিন... কাম একটাই, এই ঘটনারে ভুলা চলবে না। কালকে বাংলাদেশের সব রাস্তা হটাত দুইভাগ হইয়া ফাইনাল ডেসটিনেসান পার্ট -৫ এর ট্রেলার দিয়া দিক কিম্বা বঙ্গোপসাগর খালে পরিণত হোক্‌, ২৪-১১-২০১২ যাতে আমরা না ভুলি... সবাই মুখের সামনে, টেবিল এ, পিসির আর মোবাইল এর স্ক্রীন সেভার এ পারলে তারিখ টা লিখে রাখেন... মনে রাখলে ক্ষতি নাই... কিন্তু ভুললে...... ভুললে... আর পাঁচ-ছয় মাস পরে আবার আরেকটা ২৪-১১-১২ আসবে... আমরা আবার মেয়র-মন্ত্রির বুকে মাথা রাইখা সান্ত্বনা খুঁজবো..."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।