আমাদের কথা খুঁজে নিন

   

চোর -জনতা

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। "... কক্সবাজার গেসিলাম, ফিরতি পথের জন্য বরাবর চারটায় বাস টা ছাড়ল, ৮টায় বহদ্দারহাট এর খানিক কাছে পৌঁছুলাম আর দেখি মানুষ খালি দৌড়ায়... কেউ বলে আগুন লাগসে, কেউ বলে ফ্লাইওভার ভাইঙ্গা পড়সে, বাস ঘুরান হইল... এই দিকে আর যাওয়া যাবেনা... পরে ঘটনা নিশ্চিত হইলাম আর বাস থেকে নাইমা ভাবলা ম যাই ওই দিকটায়, দোস্ত রিমন বলল যদি সাহায্য কিছু করা যায় তো ভালো... হায় খোদা, কারে কে সাহায্য করবে... কদ্দুর সামনে গিয়া আমাদেরই সাহায্যের দরকার হইয়া পড়লো... গার ্ডার ভাংসে, কিছু মূল্যবান প্রান আর নাই, সবই অত্যন্ত দুঃখের বিষয়... কিন্তু শত শত কুত্তার বাচ্চা যে উইড়া আইসা দোকানপাট ভাঙ্গা শুরু করলো, আগুন লাগাইল সেইটা কি ধরণের বিষয় হিসাবে নিমু মাথায় ঢুকতেসেনা... নিজের চোখের সামনে অসহায় ভাবে দেখলাম শুয়োর গুলান এই ঘটনার সুযোগ নিয়া রড চুরি করতেসে আর ইচ্ছামত লুটপাট চালাচ্ছে... খবরে দেখায় বিক্ষুদ্ধ জনতা নাকি অগ্নি-সংযোগ করসে, সব মিথ্যা আর ফালতু কথা... সব কয়টা চোর... এরা চোর-জনতা... কথায় কথায় খালি সরকারের দোষ দেই আমরা... আমরা কি আসলে?... আমাদের মতো নোংরা মানসিকতার জনগন আর হয়না... পাথরের নিচে চাপা পড়ে আছে আরেকজনের লাশ অথবা আহত শরীর... তাঁর উদ্ধারের ব্যাবস্থা না কইরা বরং আগুন লাগায়া কার স্বার্থসিদ্ধি হইল... বুঝি না... কিসসু বুঝি না...হাতে সদ্য চুরি করা মোটা মোটা রড নিয়া আরেকজনের সম্পদ ক্ষতিতে বড় সুখ পাওয়া যায় মনে হয়...!!!!!......"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।