আমাদের কথা খুঁজে নিন

   

।। পাকা আঙুরচোখ ।।

বাঙলা কবিতা কয়েক হাজার মাইলে বিস্তারিত এই পুরাতন শাড়ি। এ থেকেই তৈরি হবে উষ্ণতার কাঁথা। আসন্ন শীতঋতুগুলো আমরা পার হবো আসমানী কাঁথায় শরীর মুড়িয়ে। কথা এরকমই ছিলো। দ্রুতসঞ্চারনশীল এক সুচ বিমানের গতিতে সেলাই করতে লাগলো আকাশ।

তারপরই অদৃশ্য তুমি। পাকা-আঙুর এই চোখদুটো ফেটে উঠলো টইটম্বুর রসে। এখন ঝাপসা হয়ে উঠছে সবকিছু। বিমানসুচে আকাশের কাঁথা সেলাই করতে করতে আগামী বছরেই ফিরে আসবে তুমি। হতাশ ও অপেক্ষাক্লান্ত আঙুরবাগান দেহ আমার।

তোমারই সজীবতায় আবারও পেকে উঠবে একজোড়া আঙুরচোখ। আবারও ফেটে পড়বে ঘনরসে। আসমানী এই কাঁথা সেলাইয়ের কাজ কোনওদিন কি শেষ হবে না তোমার? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।