আমাদের কথা খুঁজে নিন

   

~ ~ ~>বাংলাভাষার বিশিষ্ট কবি সাহিত্যিকগণের ছদ্মনাম ও উপাধি< ~ ~ ~

সত্য সুন্দর ১/ নাম -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম -কমলাকান্ত উপাধি - সাহিত্যসম্রাট ,বাংলা উপন্যাসের জনক । ২/নাম -কাজী নজরুল ইসলাম ছদ্মনাম -ধুমকেতু উপাধি -বিদ্রোহী কবি ,জাতীয় কবি ৩/নাম -রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম -ভানুসিংহ উপাধি -বিশ্বকবি ,কবিগুরু ,নাইট ৪/নাম -ফররুখ আহমদ ছদ্মনাম -নেই উপাধি -মুসলিম রেনেসার কবি ,জাতীয় ঐতিহ্যের কবি ৫/নাম -জসীম উদদীন ছদ্মনাম -তুজাম্বর আলী উপাধি -পল্লী কবি ৬/নাম -শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম -অনীলাদেবী উপাধি -অপরাজেয় কথা সাহিত্যিক ৭/নাম -বেগম সুফিয়া কামাল ছদ্মনাম -নেই উপাধি -নারী আন্দোলনের পথিকৃত ৮/নাম -মাইকেল মধুসূদন দত্ত ছদ্মনাম -নেই উপাধি -আধুনিক বাংলা সাহিত্যের জনক ৯/নাম -মোহাম্মদ জহিরুল্লাহ ছদ্মনাম -জহির রায়হান উপাধি -নেই ১০/নাম -সুকান্ত ভট্টাচার্য ছদ্মনাম -নেই উপাধি -কিশোর কবি ১১/নাম -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছদ্মনাম -ঈশ্বরচন্দ্র উপাধি -বাংলা পদ্যের জনক ,বিরাম চিন্হের প্রবক্তা ১২/নাম -প্রমথ চোধুরী ছদ্মনাম -বীরবল উপাধি -আধুনিক বাংলা চলিত গদ্যরিতীর জনক ১৩/নাম -হুমায়ুন আহমেদ উপাধি-নাগরিক কবি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।