আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের সহিংসতার দায় নেবে না বিএনপি : ১৮ দল

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনীতি জামায়াত করেছে। এর জবাবদিহিতাও তাদের। কিন্তু সরকার এটাকে সুকৌশলে সব বিরোধী দলের বিরুদ্ধেই ব্যবহার করছে। আমরা কোনো সহিংসতায় বিশ্বাস করি না।

এ জন্য এ পর্যন্ত বিএনপি কিংবা ১৮ দলীয় জোটের পক্ষ থেকেও কোনো ধরনের কর্মসূচি দেওয়া হয়নি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক চলাকালে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকরা পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সাম্প্রতিক সংঘর্ষ, গাড়ি পোড়ানো ও ভাঙচুরসংক্রান্ত বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিএনপিকে জড়িয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, এটা সর্বৈব মিথ্যা। বিএনপি কিংবা ১৮ দলের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো কর্মসূচি দেওয়া হয়নি। ১৮ জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে রাত পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ১৮ দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাওলানা আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল লতিফ নেজামী, বিজেপির ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ও শামীম আল মামুন, খেলাফত মজলিশের মাওলানা মো. ইসহাক, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ ও রেদোয়ান আহমেদ, জাগপার শফিউল আলম প্রধান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ১৮ দলের নেতারা। সুত্র  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.