আমাদের কথা খুঁজে নিন

   

অভাব - দাড়ি রাখলেন

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া ইভান গাভরিলোভিচ একটা কিছুর অভাব বোধ করছিলেন। ইভান গাভরিলোভিচ ভোদকা সেঁটে দিলেন এক গ্লাস। তৃপ্তিবোধ তবু এল না। তখন তিনি অফিসে কর্মরত স্ত্রীকে ফোন করলেন, সামান্য ঝগড়াঝাঁটি করলেন। প্রীতিকর একটা অনুভূতি হলো বটে, তবু তিনি কিসের জানি অভাব বোধ করতে লাগলেন।

প্রতিবেশীর নামে মিথ্যে অভিযোগ করে কর্তৃপক্ষকে বেনামী চিঠি লিখলেন একখানা। কাজটা আনন্দদায়ী বটে, তবে আনন্দের পরিমাণ একেবারেই নগণ্য। বসের স্ত্রীর সঙ্গে ফ্লার্ট করলেন ইভান গাভরিলোভিচ। পরিবর্তন আনলেন নিজের ইমেজে। দাড়ি রাখলেন।

অত্যন্ত ফ্যাশনদুরস্ত মোজা কিনলেন। স্বরচিত কবিতার বই বের করলেন। কোনো লাভই হলো না। মন দিলেন যোগব্যায়ামে। ফল তো কিছু হলোই না, বরং একদিন একটি বিশেষ আসন গ্রহণের পর তাঁর বাঁ পা পিঠের দিক থেকে ফিরিয়ে আনতে কী ঝক্কিই না পোহাতে হয়েছিল! ৩০ শতক জমির ব্যবস্থা করলেন ইভান গাভরিলোভিচ।

সেখানে কাজের অন্ত নেই। সব পরখ করে দেখলেন। বিচিত্র অভিজ্ঞতা অর্জন করলেন। তবু সর্বক্ষণ তাঁর কিসের অভাব, সেই রহস্যের কিনারা তিনি পেলেন না। বেচারা ইভান গাভরিলোভিচ কিছুতেই বুঝতে পারলেন না, তাঁর অভাব ছিল বুদ্ধির।

আরো দেখুন সুউরসঃ প্রথম আলো ডট কম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।