আমাদের কথা খুঁজে নিন

   

সংকল্পের প্যরোডি

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। (কাজী নজরুল ইসলাম'র সংকল্প কবিতার উদঘাটিত মর্মার্থ) থাকবনা আর বদ্ধ ঘরে, বৌএর সাথে, যুদ্ধ করে,- কারণ হলো ঘুরছে মাথা, এই জীবনের সকল বাঁকে। কথা থেকে কথার পরে, খাচ্ছে মাথা কেমন করে, কিসের আশায় এমন করে, ধরছে চেপে এই আমারে, কিসের আশায় করেছি বল, বরণ মরণ-যন্ত্রনারে।

। কেমন করে এই রমনী, আমায় দেখো কাছে টেনে, মিষ্টি কোথায় দেয় ভুলিয়ে, সর্বহারা করতে জানে । . জাপটে ধরে চুলের মুটি, মনটাতো চায় উচ্চে ছুটি, কেমন করে যাই পালিয়ে, দ্রুতগতির কোনো যানে, যাই হারিয়ে দূর গগনে, অথবা সেই আকাশ পানে। কেমন করে বললে রে বল, আমায় ছেড়ে যাবি দূরে, যানা ওরে, দূরে উড়ে, ভাল্লাগেনা আমার তোরে। গহীন কোনো জঙ্গলে যায়, তোরে ছেড়ে দেবার আশায়; হাউই জাহাজ ভাড়া করে, নিয়ে এলুম অচিন পুরে, তোরে খালি রেখে সেথায়, যাব আমি সত্তি উড়ে।

কোন বেদনায় লিখছি এসব, জানেনতো দেশ আর জাতি, পাগল বানায় দিচ্ছ আমায়, বলছ তুমি আমার সাথী!! এই দেখে যাও কেমন করে, স্বাধীন হতে চলছি ওরে; আজকে দেখো কেমন করে কাটছি শিকল তারাহুরো, খুলছি দেখো আজ দিবসে, বজ্র আটুন, ফোস্কা গেরো। রইবনাকো তোমার খাঁচায়, থাকব আমি জগত জুড়ে, আকাশ-বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে। তোমার সীমার বাঁধন টুটে, যাচ্ছি আমি আজকে ছুটে। আটঘাট সব ফেলেছি বেঁধে, তোমায় ফেলে ভাগবো দূরে, বউ তুমি আর আইসোনাকো, আমার মেজাজ যায় বিগড়ে|| ____________________________________________________ কাজী নজরুল ইসলাম আমার অনেক পছন্দের একজন কবি। অনার সৃষ্টি আমাকে কতটা মুগ্ধ করেছে তার প্রমান হলো, আমি তিন বছর বয়সে দিনরাত "সংকল্প" কবিতাটি চিল্লায় চিল্লায় সবাইকে শোনাইতে পছন্দ করতাম।

ঠোটের মধ্যে রেডি থাকত পুরাই! আমি নজরুল ইসলামকে প্রচন্ড শ্রদ্ধা করি। আমার লেখাতে নজরুল প্রেমী কেউ কষ্ট নিবেন না প্লিজ, শুধুই হাসির জন্যে! আর হা, হাসির জন্যে সব জায়েজ। কবিতাটি পড়ার সময় আমার সবসময় এইরকম একটা ফীল হত.....তাই লিখলাম ___________________________________________আহমেদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.