আমাদের কথা খুঁজে নিন

   

রাধা-কৃষ্ণ

তুমি আকাশের ঐ তারা মিট মিট করে জ্বলছ আমার প্রেমের কাব্যগুলো ছন্দাকারে বলছ তোমার মনের ইচ্ছেমতন ণীলআকাশে উড়ছ তুমি শুকতারা ভোরের তারা তুমি সন্ধ্যাতারা পূব ইশানের কোণে তুমি রামধনু রঙের মেলা সাতটি তারার তিমির দূর আকাশের তারা পথিক আমি দিকভ্রান্ত পথহারা তোমার রূপে রাধা আমি কৃষ্ণ তোমার প্রেমে বাধা বাশির সুরে তোমায় ডাকি তুমিবীনা কেমনে থাকি আমি তোমার প্রেমেই বাধা সুখের দুখের সঙ্গি মোরা রাধা শতজনমের শতসাধনার মায়ার বাঁধায় বাঁধা রাতের তারা তুমি বলে দাও কোন পথে যাই ভোরের তারা তুমিই বল শান্তি কোথা পাই কৃষ্ণ বিনা রাধা ধরিত্রি যেন নরক সম বিষাক্ত এক ধাধা রাধা আমার রাধা জনম জনম তুমি আমি সাতটি পাকে বাঁধা।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.