আমাদের কথা খুঁজে নিন

   

একালের রাধাকৃষ্ণ

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com

তোমার পরশে - আমি ব্হ্মা, আমি বিষ্ণু আমি শিব, আমি কৃষ্ণ তোমার হেলায় - আমি ঘাতক, আমি রাবণ আমি বেঈমান, আমি ............ অণূঢ়া রাধার গুরুর বানী মনে প্রানে বাঁশির সূর বাজে, মেলেনা কোনোজনে অজানা প্রতিক্ষায় দিন যায় যুগ যায়। আঁখির পানে চাহি বাঁশির সুর শুনে গোপিনীরা হ্য় বিলিন কৃষ্ণ চরণে ব্যকুল প্রতিক্ষায় দিন যায় যুগ যায়। তবুও নিরব রাধা অজস্র কলরবে নিরব কৃষ্ণ রাধার আঁখি পানে ক্লান্ত প্রতিক্ষায় দিন যায় যুগ যায়। একদা বৃন্দাবনে এলো রাধা সর্ন্তপনে কৃষ্ণ মাগে পাণি জীবন সমর্পনে তৃষিত রাধার লোকলাজ জাগে মনে ফিরায় কৃষ্ণরে নিঠুর অপমানে। ব্যথিত কৃষ্ণ ঊদাস তনুমনে একদা খোজে সুখ আত্ম অভিমানে প্রাসাদ কেঁপে ওঠে ভাসে বুক অশ্রু জলে আয়ান বাহুতে রাধা - বিরহে সুখ খোজে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।