আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্খের কাছে চিঠি…নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল হ্যামিল্টন , কানাডা ৭ নভেম্বর , ২০১২ ইং । শঙ্খ , আজ যখন ভোর হলো , প্রতিদিনকার মতোই চোখ বন্ধ করে শুয়ে থাকা । শুধু অনেকদিন পর হঠাৎ-ই দরোজায় শব্দ । এখানে দরোজায় কড়া থাকেনা । আর আমার ফ্ল্যাটে কোনো কলিং বেল নেই ।

সকলেই রাতটাকে তার নিজস্ব সময় হিসেবে রাখে , আর আমি এ সময়টাকেই একান্ত আমার করে রাখি । যদিও আদুরে আলসেমী অনেক অনেক আগেই পুরোনো দিনের সাথে চলে গেছে । কিন্তু চেষ্টা করি নিজেই নিজেকে সেই আদুরে মূহুর্তে ভাসিয়ে নিতে । আর এ সময়ে দরোজার শব্দ , হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রতিবাদ-মিছিল-শ্লোগান শুরু হয়ে যায় । তাছাড়া রিক্ততা ছড়িয়ে পড়েছে প্রকৃতির আনাচে-কানাচে ।

ছুটির এই দিনে ব্ল্যাঙ্কেট সরিয়ে দরোজায় চোখ রাখা মানে ছুটির সমস্তটি দিন তেতো । তবুও উঠতেই হলো । দরোজা খুলে দিতেই , বিরক্তির চরমে থাকা মনটা প্রজাপতির মতো নেচে উঠলো । কিভাবে যে দরোজা বন্ধ করে ঘরে এসে দাঁড়ালাম , আমি জানিনা শঙ্খ । দু’হাতের মধ্যে একটি প্যাকেট , আর বেলী ফুলের তোড়া ।

থরথর করে কাঁপছিলাম আমি । প্যাকেটের ভেতর কি আছে সেটা দেখার জন্যে মন থেকে কোনো সাড়া পেলাম না । শুধু চোখ দুটো অপলক চেয়ে আছে শুভ্র ওই ফুলগুলোর দিকে । সারাটি ঘর জুড়ে ম’ ম’ করছিলো আমার প্রিয় বেলীর সুবাস । তোমার ছোঁয়াটুকু পাবার জন্যে কি-না করতাম ! আজ যখন উপাদানমিশ্রিত তোমার ছোঁয়া আমার ঘরে এলো , না-পাওয়ার তীব্রতা আরোও বেড়ে গেলো যেনো ।

শঙ্খ , ফুলগুলোই তো বেশ ছিলো , কেন ওই উপাদান সমৃদ্ধ প্যাকেট ? যাক , বলো কেমন আছো তুমি ? যদিও এ খবর জানার কোনো উপায়ই নেই । তবুও প্রশ্ন করি আর তাই চিঠি লিখতেও বসেছি তোমার কাছেই । কি অদ্ভূত , তাই না ? আমি তো এমনই শঙ্খ । কিছু কিছু বদল হয়েছে , শরীরের-মনের-বয়সের । কিন্তু আমার কাছে সেই একই তুমি ।

যার দুষ্টুমীতে এ চোখ লজ্জ্বার ঘোমটা পড়তো , যার অভিমানে এ বুকের ভেতর হাজার হাজার পদ্ম না ফুঁটেই ঝরে যেতো , যার যন্ত্রণায় নিঃশ্বাসটুকু বিষাক্ত কার্বনকে মুক্তি দিতে পারতো না কিছুতেই , যার রাগে নীরবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আর যার আদরে মোমের মতো গলে পড়তো এই আমিটা । এখনও যখন নীড়ে ফেরা পাখীর ডানায় চড়ে সন্ধ্যেটা নেমে আসে আর আকাশটা ঢেকে যায় সোনালী রং-এর অজস্র তারায় , নিঃসঙ্গতা তখন কান পেতে থাকে গোপন সেই মানুষটিকে অনুভব করার জন্যে । তুমি কি সেটা জানো শঙ্খ ? ঠিকই জানো , বোঝো ; তবুও কেন এতো অন্তরালে থাকা ? এমন আড়ালই যদি দেবে , তবে কেন এতো জড়িয়ে নেয়া ? মাঝে-মধ্যে ভাবি কেনইবা তোমাকে ভালোবেসেছিলাম ? বোকা বোকা এ প্রশ্নের উত্তর দেয় স্বল্পবুদ্ধি মন , ভালোবাসা পরিকল্পনা করে হয়না । ভালোবাসা যে হয়ে যায় । সে বহন করে দুঃখ এবং সুখ , আর ভাইরাসের মতো আক্রমণ করে জীবনের সারাটি সময় ।

ভালোবাসা যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এক , তবে ক্যামোথ্যারাপিতেও কাজ হয়না । অমোঘ একটি পরিণতির জন্যে শুধুই অপেক্ষা করে যাওয়া । এটাও জানি বাস্তবসম্পন্ন মানুষেরা কখনো ভালোবাসতে পারেনা । যারা হারিয়ে যাওয়াকে ভয় পায়না , তারাই ভালোবাসাকে ভালোবেসে বয়ে নিয়ে যেতে পারে । আর শোনো , তুমি যেখানে আছো , সেখান থেকে কখনোই হারিয়ে যেতে পারবেনা ।

তোমার পাঠানো বেলী ফুল তো এলো , এবার তোমার আসার কথা । বলেছিলে মনে আছে তো ? এটুকু জানি এবার আমার নতূন করে প্রতীক্ষার শুরু হলো , যা ব্যর্থ হবেনা । ভালো থেকো শঙ্খ । তোমার সুর **ওহ এখনও প্যাকেটটা খোলা হয়নি । হয়তো এ জীবনে আর খোলা হবেনা , কারণ উপাদান সমৃদ্ধ বস্তুতে ফুলেল আবেগ থাকেনা ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।