আমাদের কথা খুঁজে নিন

   

অল্প স্বল্প সংকল্প

একটি ফুল ফোটে যদি ভুল করে ডালটা কি ভেংগে দেবে জোর করে! আমরা কি পারিনা ফুলটার ঘ্রাণ নিতে? আমি তো বলছিনা ফুলের জন্য প্রাণ দিতে কত যিশু আসছে দেখ শিশু হয়ে অভাব আর অবহেলায় যদি যায় ক্ষয়ে দায় কি নেবেনা কেউ তুমি আমি আমরা আমরা কি থেকেই যাব সুদিনের ভোমরা আসুননা ভাই হাতটা বাড়ায় একটু করে অভাব আর অনটনে কত শিশু যায় ঝরে আমরা যদি হাত বাড়াই চার পাশে কলম আর খাতাটা এগিয়ে দিই উচ্ছাসে একদিন হয়তো বদলে যাবে দেশটা তুমি আমি আর আমাদের এই ক্ষুদে চেষ্টা বিশ্বকে দেখিয়ে দেব আমরাই পারি দু:খ, দারিদ্র আর যন্ত্রনাকে দিয়ে আড়ি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।