আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় স্ত্রী’র যৌতুক মামলায় জনকণ্ঠের সাংবাদিক কারাগারে

The First Online Newspaper of Comilla District জনকণ্ঠের সাংবাদিক কারাগারে কুমিল্লা / ১৯ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———- কুমিল্লায় যৌতুক আইনে স্ত্রীর দায়েরকৃত মামলায় দৈনিক জনকণ্ঠের কুমিল্লা নিজস্ব সংবাদদাতা মো: শাকিল মোল্লার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার কুমিল্লার ২ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা আক্তার শাকিল মোল্লার স্ত্রী হেপী আক্তারের দায়ের করা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হেপী আক্তারের সাথে তিতাস উপজেলার কাউরিয়ার চর গ্রামের মৃত মোস্তফা মোল্লার ছেলে শাকিল মোল্লার ৪ লাখ টাকা দেনমোহরে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে গত ৪ জুলাই হ্যাপী আক্তার আদালতে শাকিল মোল্লার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শাকিল মোল্লা উচ্চ আদালত থেকে ৪ মাসের জামিন লাভ করেন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পূনরায় জামিনের জন্য সোমবার কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা আক্তারের আদালতে হাজির হলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে শাকিল মোল্লার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং আসামী পক্ষে ছিলেন এড. আবুল কালাম আজাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.