আমাদের কথা খুঁজে নিন

   

হাজারীবাগ ট্রাজেডি

যেতে চাই বহুদুর... রাজধানীর হাজারীবাগের সনাতন বউবাজারে গতকাল শনিবার রাত আড়াইটার দিকে আগুনে পুড়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন। এঁদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত অন্যজন প্রাথমিক চিকিত্সা শেষে বাড়ি ফিরে গেছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিবাগত রাত ৩টার দিকে একটি তেলবাহী ভ্যানগাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৫ হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। এতে আমরা মর্মাহত। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ইউসুফ হারুন।

আচ্ছা এই ক্ষতিপূরণ দিলেই কি সবকিছুর সমাধান হবে? আমাদের কি কিছুই করার নেই? আমাদের বস্তি গুলোতে কয়দিন পর পর এরকম ঘটনা ঘটছে। কখনও বিদ্যুতের সর্ট থেকে আবার কখনও দখলদারির জের ধরে প্রতিপক্ষের লোকেরা আগুন ধরিয়ে দেয় । আবার অন্যান্য কারনেও আগুন লাগতে দেখা যায়। আমার প্রশ্ন এভাবেই কি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকবে। আমাদের অবশ্যই এর সমাধান বের করতে হবে।

ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে এ জন্য সরকারকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে হবে। সবশেষে বলতে চাই, বস্তিবাসীদের পুর্নবাসন করা হোক এবং এই আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হোক। নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।