আমাদের কথা খুঁজে নিন

   

UNLOCK DATA CARD? সমস্যা?, তো আসেন ।

নিজে শিখি ও অপরকে জানাই ভাইরে, কত্ত শখ কইরা জিপি মডেম কিনলাম , কেননা এটাতে অন্য অপারেটরের সিম চালান যায় যা আমিও মামার মডেমে চালিয়ে দেখেছি অথচ আমি কেনার পর আর হচ্ছেনা । বুঝুন কি রকম বাটে পড়েছি । যখনি অন্য সিম তুলি তখনি নিচের ছবির মত আসে । দেখেইতো মেজাজটা এক্কেবারে ঠাণ্ডা হয়ে যায় । ভাবলাম, খোদায় যেহেতু সমস্যা সমাধাবিহিন করে পাঠান নাই, তাই চেষ্টা করে দেখি ।

কথানুযায়ী কাজ শুরু করে দিলাম । নেট সার্চ করে সবার মডেলের সমাধান পাই মাগার আমার মডেলটাই নাই । এ যেন আরেক মাইঙ্কার চিপা । কয়েকটা গ্রুপে পোস্ট করলাম , কিছু ফ্রেন্ডরে কল করলাম, অনেকরে মেসেজ দিলাম সব যেন জলে গেল । শেষে টেকটিউনের দ্বারস্থ হলাম ।

এখানে এসে যেন ধরে প্রান ফিরে এল । কেননা, এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখতে পেলাম । শেষে মানাস মণ্ডলের দেয়া পোস্ট টি কাজে দিল । যাহোক আমি ঐ পেজের সদস্য না হওয়ায় তাকে ধন্যবাদ জানাতে পারিনি তাই এখানে তাকে ধন্যবাদ জানাচ্ছি । সেই সাথে তার দেয়া সফটওয়্যারটির লিঙ্ক দিলাম ।

Click This Link).zip.html সফটওয়্যারটি নামিয়ে ইন্সটল করতে হবেনা শুধু ক্লিক করলেই ওপেন হবে ও IMEI চাইবে যা মডেমের পিছন পৃষ্ঠে লেখা আছে । ওটা দিলেই নিচের বক্সে কোড চলে আসবে । আমার কাজ শেষ এবার আপনার পালা । দেখুন না চেষ্টা করে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।