আমাদের কথা খুঁজে নিন

   

Microsoft Mathematics : একটি অসাধারণ সফটওয়্যার

মানুষ কত ভয়ংকর!!! আবার মানুষ কত মজাদার!!! অনেকের কাছেই গণিত কঠিন একটি Subject. কিন্ত এই কঠিন এই Subject কেই সহজ করে দিতে পারে Microsoft এর সুন্দর একটি সফটওয়্যার Microsoft Mathematics . গণিতের জটিল কঠিন সব সমীকরণ সহজে এই সফটওয়্যার সমাধান করতে পারে। সমাধান করার পাশাপাশি সমাধানের ধাপসমূহ ব্যাখ্যাও দেখা যাবে এই সফটওয়্যারের মাধ্যমে। এ ছাড়াও সমাধানগুলো দেখা যাবে 2D গ্রাফের মাধ্যমে। এর সাথে কি কি টুল দেওয়া আছে তা এক নজরে দেখে নেইঃ The step-by-step equation solver: গণিতের কঠিন সমীকরণগুলো সহজে সমাধান পাওয়া যাবে। Graphing calculator:এটিতে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গ্রাফের মাধ্যমে সমাধান পাওয়া যাবে।

Formulas and equations library: ছাত্র দের জস্য ১০০ টি কমন ফরমুলা দেওয়া আছে। এগুলো সে সহজেই এখান থেকে ব্যাবহার করতে Triangle solver: ত্রিকোণমিতির সমাধান এখানে করা যাবে। Unit conversion tool: দৈর্ঘ্য, আয়তন, ক্ষেত্রফল, ভর, ওজন, গতি, শক্তি, ক্ষমতা, তাপমাত্রা, সময় ইত্যাদির একক ছাত্ররা সহজেই এবং খূব তাড়াতাড়ি কনভার্ট করতে পারবে এই টুলের সাহায্য। সিস্টেম রিকোয়ারমেন্ট: Supported operating systems: Windows 7, Windows Server 2003 Service Pack 2, Windows Server 2008 R2, Windows Server 2008 Service Pack 2, Windows Vista Service Pack 2, Windows XP Service Pack 3 .NET Framework Microsoft .NET Framework 3.5 SP1 Computer processor 500 MHz Pentium processor or equivalent (minimum); 1 GHz Pentium processor or equivalent (recommended) Memory 256 MB of RAM (minimum); 512 MB or more (recommended) Display resolution 800 x 600, 256 colors (minimum); 1024 x 768, 32-bit (recommended) Video Video card with 64 MB of video RAM Disk space 65 MB available disk space ডাউনলোড: আমরা জানি যে, মাইক্রোসফটের প্র্রোডাক্টগুলো টাকা দিয়ে কিনতে হয়। কিন্ত মজার ব্যাপার হলো এই প্রোডাক্টি সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন।

ডাউনলোড লিংক ১: ৩২ বিট পিসির জন্য এখানে ক্লিক করুন। ডাউনলোড লিংক ২: ৬৪ বিট পিসির জন্য এখানে ক্লিক করুন। অথবা, মেইন ডাউনলোড পেজের জন্য এখানে ক্লিক করুন। পূর্ব প্রকাশিতঃ আমার ব্লগে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।