আমাদের কথা খুঁজে নিন

   

Microsoft Word শিক্ষার দারুন একটি বাংলা ই-বুক। এই ই-বুকটি তে Microsoft Word এর A to Z আপনি জানতে পারবেন। (মাত্র 1 মেগাবাইট)

বিসমিল্লাহীর রহমানির রাহীম
অাচ্ছালামু অালাইকুম। অাল্লাহর অশেষ রহমতে অাপনারা নিশ্চয় ভাল অাছেন। কম্পিউটার শিক্ষা মানেই সর্ব প্রথম Microsoft Word শিক্ষা। তবে আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছিল। আমি কম্পিউটার শিখতে শুরু করছিলাম Adobe Illustrator দিয়ে! তবে Microsoft Word দিয়ে শুরু করাটাই সবচয়ে উত্তম।

তাই যারা কম্পিউটার শিখতে শুরু করেছেন তাদের জন্য Microsoft Word একটি অতি প্রয়োজনীয় সফট। আর Microsoft Word কে আয়ত্ত করতে হলে শুধু একটি ই-বুক বা একজন শিক্ষকই যথেষ্ট নয়। প্রয়োজন আপনার অধিক আগ্রহের এবং চেষ্টার। তবে একটি ভালো মানের বাংলা ই-বুক আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। সেই প্রয়াসে আজ একটি Microsoft Word সম্পর্কিত ই-বুক শেয়ার করলাম।

এখন যদি প্রয়োজন না থাকে তারপরও ডাউনলোড করে রাখতে পারেন। কারন হঠাৎ প্রয়োজন পড়তে পারে। এছাড়া আমাদের বন্ধু -বান্ধব বা আত্নীয় স্বজনদের মধ্যে যার কম্পিউটার শিখছে তাদেরকে আপনি এটি দিতে পারেন। মাত্র 1 মেগাবাইটের  PDF ফাইলটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
http://uploadboy.com/r021vfzlsg1d.html
ভাই আমিও আপনার মতই রক্তে-মাংসে গড়া একজন মানুষ তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
কোন সমসা হলে অবশই কমেন্ড করবেন।


খোদা হাফেজ, দেখা হবে পরবতৗ টিউন-এ

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৪৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।