আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকআপের পর কমন কিছু অ্যাক্টিভিটি

বিভিন্ন জায়গায় থাকার সুবাদে এই অল্প বয়সে অনেক মানুষের সাথে অনেক সহজেই মিশতে পেরেছি, অনেক মানুষকে অনেক কাছ থেকে দেখেছি। দেখেছি তাদের লাইফ স্টাইল, অনেক উত্থান, অনেক পতনও। তো তাদের মধ্যে খুব কমন একটা ব্যাপার হল, তারা কখনও না কখনও একবার হলেও ছ্যাকা(ভদ্র ভাষায় একে ব্রেকআপ বলে) খেয়েছে। তো ছ্যাকা খাওয়ার পর তাদের কমন কিছু অ্যাক্টিভিটি : ক)প্রথমত দাঁড়ি কাটাবে না (যদি থাকে), সেই টিপিকাল দেবদাস থিওরি । খ) হথাৎ গানের টেস্ট বদল! গানের প্লেলিস্টে ধ্রুপদী ইমো-সঙ্গীত ধাঁচের গান (যেমন ধরুন – আমাকে আমার মত থাকতে দাও – এই টাইপের ) গ) ‘‘কেমন আছিস’’ টাইপ প্রশ্নের জবাবে মন খারাপ করে বলবে ‘‘ভালো’’ (এমন একটা ভাব দেখাবে যেন সে অটিস্টিক) ঘ) সবার কাছ থেকে সিম্প্যাথী পাওয়ার সেকি আকুলতা! ‘‘কি হয়েছে, বলবি তো? না বললে বুঝব কিভাবে?? বল তো কি হয়েছে? এভাবে চুপ করে আছিস কেন?? ’’ ইত্যাদি প্রশ্নের জবাবে বলবে “ওঁ আর আমার সাথে নেই” এটা বলেই মুখটা হাত দিয়ে ঢাকবে, চশমা থাকলে সেটা খুলে পাশে রাখবে, একটু কান্নার শব্দ শুনতে পারেন। এরপরের আধা ঘণ্টা আপনি তাকে যাই বোঝানোর চেষ্টা করুন না কেন, সে শুধু একটা কথাই বলবে “আমার কি দোষ ছিল!! আমার সাথেই কেন এমনটি হয়?? আমি কার ক্ষতি করেছি??” ঙ) বেশি ইমোশনাল পোলা হইলে হাত- পা কাটার সম্ভাবনা থাকে(যদিও পোলাপাইন যথেষ্ট স্মার্ট হয়েছে, এখন এগুলো রেয়ার ) চ)ফেসবুকে তো সেই পুরান স্ট্যাটাস, “আমি আর আরেকটাবার তোমার প্রেমে হাবুডুবু খেতে চাই” ছ)সারাদিন তাকে অনলাইনে পাবেন, ললনাদের দৃষ্টি আকর্ষণ তথা সিম্প্যাথি পাওয়ার জন্য একটু পরপর “ওঁ প্রিয়া তুমি কোনহানে???” টাইপ কোটেশন শেয়ার করবে, আর অনলাইনে কেউ শুধু নক করলেই হয়ছে! বাকিটা সে নিজ থেকেই বলে দিবে। জ)দু একটা গানের লিঙ্ক শেয়ার করলেও করতে পারে( যেমন ধরুন -গুডবাই মাই লাভার, তুনে জো না কাহা মে বো সুন্তা রাহা টাইপ) ঝ)কেউ ফোনে কল করলে প্রথম কয়দিন রিসিভ করবে না, সে চাই সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে... বোঝানোর চেষ্টা করবে, তার লাইফে আর কিছুই দরকার নেই, তার সকল আশা-স্বপ্ন শেষ,এখন নিজেকে নিঃশেষ করার অপেক্ষা । ঞ)যে ছেলে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তার হাতেও দেখবেন বেনসনের প্যাকেট , খুব কমই ফুঁকছে, হাতে রেখে দিতেই সে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে(!) এভাবে বেশ কিছুদিন চলবে, হঠাৎ একদিন বুঝতে শিখবে, ঘুরে দাঁড়ানো দরকার,এসব করে লাভ নেই। আবার নতুন করে সব শুরু করবে। তারপর?? রিসাইকেল??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।