আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপ করে নিজেকে সুন্দর দেখানোর অর্থ কী তবে নিজের হীনমন্যতা ?

জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়। অনেকে ইদানিং নিজের প্রোফাইল ছবি নিয়ে বেশ সচেতন। সাদা কালো , মাল্টি কালার , লেন্স , ব্লারড , নয়েজ , ফোকাসড , সিঙ্গেল কালারড , আর্টিস্টিক , ব্রাশ স্ট্রোক আরো কত কী ইফেক্ট সমৃদ্ধ ছবি। একটা সময় ভাবতাম শুধুই আমি ছবি বদলাই কিন্তু নাহ! ধারনা বদলেছে ... আমার থেকেও বড় পাগল আছে। কথাটা হল , চেহারা সৃষ্টিকর্তা নিজ হাতে সৃষ্টি করেছেন। এই জন্য যারা তাকে দোষ দেয় আর নিজের গায়ের রঙ , উচ্চতা এমন কী দৈহিক সৌন্দর্য্য নিয়ে কমপ্লেক্সে ভুগে ও অন্যদের হিংসা করে তাদের আমি মানুষিক রোগী মনে করি। সত্যিটা হল আমি যেমন তেমনই ... শুধু শুধু ডিএসএলআর ইফেক্ট / ফটোশপ করে নিজেকে সুন্দর দেখানোর কোন অর্থই হয় না। আমি মনে প্রানে একটা কথা বিশ্বাস করি এবং বলার জন্য গালিও খাই , “ আমি যেটা না , যে গুন আমার নাই , যে জিনিসটা আমার নাই , যেটা আমি পারিনা এবং যেটা আমি কোনদিন করিনি কিংবা যেটা সম্পর্কে আমার কোন ধারনাই নেই সেই কাজ গুলো সম্পর্কে মিথ্যে ও গর্ব করে করেছি বলা / ছবি আকারে প্রকাশ করার মধ্যে কোন বাহাদুরি নেই। মানুষ শূন্য হাতে পৃথিবীতে আসে ... যাবার বেলায়ও যায় শূন্য হাতে ... মানুষ চেহারা মনে রাখে না ... রাখে শুধু তার কর্ম ... দৈহিক সৌন্দর্য ক্ষণিকের ... সুন্দর দর্শনীয় মানুষ হবার চেয়ে সুন্দর মনের মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ণ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।