আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বাংলাদেশের উচিত সিরিয়ার সরকার বিরোধী জোটকে সমর্থন দেয়া

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না। সিরিয়ার কসাই, শিয়া আলাবি বাশার সরকার বিরোধী জোট: ‘ন্যাশনাল কাউন্সিল’কে সিরিয়ার জনগণের একমাত্র ‎বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। এর আগে সোমবার ছয়টি আরব দেশ বাহরাইন, কুয়েত, ওমান, ‎কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার সম্মিলিত বিরোধী জোট ‘ন্যাশনাল কাউন্সিল’কে ‎সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের বাংলাদেশের উচিত সিরিয়ার সরকার বিরোধী জোটকে সমর্থন দেয়া এবং তাদেরকে সিরিয়ার একমাত্র ‎বৈধ প্রতিনিধি হিসেবে মেনে নেয়া। সিরিয়ার জালেম সরকারকে রক্ষার জন্য কুফরী শক্তিগুলো আজ ঐক্যবদ্ধ।

শিয়া ইরান, রাশিয়া, চীন, ইরাকের ‎শিয়া সরকার, লেবাননের শিয়া হিজবুল্লাহসহ কুফরী শক্তিগুলো সিরিয়ার নির্যাতিত, মাজলুম ও নিগৃহ ‎মুসলিমদের বিরুদ্ধে একযোগে কাজ করে যাচ্ছে। আর ইহুদীরা তো আছেই, তবে আমরা অনেকে শিয়াদের ‎মুনাফেকি, ইসলাম বিদ্বেষ, ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ও ইসরাইল আমেরিকার সাথে তাদের গোপন ও ‎গভীর সম্পর্কের ব্যাপারে জানি না। ইরান আমেরিকাকে বড় শয়তান বলে, আবার ভেতরে তারাই আমেরিকার সাথে গভীর বন্ধুত্ব বজায় রাখে। ‎শিয়ারা আমেরিকাকে প্রকাশ্যে দুশমন বলছে, আবার তারাই ইরাকের তেল আমেরিকাকে দেদারে দিচ্ছে। ‎আমেরিকা ইরাক ছেড়ে চলে গেছে ঠিক, কিন্তু তার চেয়ে মুসলিমদের বড় দুশমন শিয়াদের হাতে ইরাকের ‎মুসলিমদের রেখে গেছে।

‎ ইরাকের মুসলিমরা আজ সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু!!! এমন কোন দিন নেই, সেখানে সুন্নিদের অপহরণ, হত্যা ‎ও গুম করা হচ্ছে না। নানা পরিচয়ে সরকারি লোক তাদেরকে রাতে ধরে নিয়ে যায়, আর সকাল হলে বিভিন্ন ‎রাস্তার পাশে, পরিত্যক্ত স্থানে ১০/১৫/২০ জনের লাশ মিলে! এভাবেই তারা ইরাকে সুন্নিদের সংখ্যা কমানোর ‎প্রোগাম হাতে নিয়েছে, এবং আমেরিকার প্রস্থানের পর থেকে তার বাস্তবায়ন শুরু হয়েছে। আল্লাহ সাহায্যকারী! ‎ মুসলিমদের অসতর্কতা, দীন থেকে দূরে থাকা ও সঠিক আকিদা-বিশ্বাস ত্যাগ করা বা না-জানার কারণেই এমন ‎হচ্ছে সন্দেহ নেই। তারা ইসলামের সঠিক ইতিহাস থেকে দূরে তো আছেই, যদি তারা শিয়াদের ইতিহাস ও ‎তাদের অতীত কর্মকাণ্ডগুলো জানত, কখনো শিয়াদের মুনাফেকি ও মুখরুচির সামনে ধোঁকা খেত না। এমন কি আমরা নিকট অতীতে খোমেনীর কুফরী, ক্ষমতায় আরোহণের পর তার প্রতারণা সম্পর্কেও জানি না! ‎এ জাতীর সংশোধন খুব সময়ের ব্যাপার।

আল্লাহ সহায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.