আমাদের কথা খুঁজে নিন

   

মজার ঘটনা,প্রাউড টু বি আ মাইক্রোবায়োলজিস্ট !

প্রতব বছরের মত এবারেও হলে আগত ভর্তিচ্ছুদের মধ্যে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের অনেকেরই আমার কাছে প্রশ্ন," ভাইয়া,আপনি মাইক্রোবায়োলজির মত বিভাগে পড়াশুনা করেছেন। এই বিভাগে চান্স পাওয়ার জন্য আপনি কিভাবে পড়াশুনা করেছেন? (উল্লেখ্য,সেশন জট না থাকাতে ভার্সিটিতে আমার বিভাগের খ্যাতি রয়েছে । ) আমি কিঞ্চিৎ ভাব নিয়ে (ফাঁকাফাঁকি শুরুর ইঙ্গিত)--" দেখো মাইক্রোবা...য়োলজি পাবার জন্য আমি দিন-রাত এক করে ফেলেছিলাম। লাইফে সিদ্ধান্ত নিয়েছিলাম,পড়লে মাইক্রোবায়োলজি-ই পড়বো,নইলে পড়াশুনা বন্ধ করে দিয়ে "দুবাই" চলে যাবো। মাইক্রোবায়োলজি পড়া ছাড়া আমার জীবন অর্থহীন, আর আমি ঘাস বিহীন মাঠে চরা গরুর মতো ! আমার এই ডিটারমিনেশন-ই আমাকে আজ এই বিভাগে পড়ার সুযোগ দিয়েছে।

" সামনে বসে থাকা এপ্লিক্যান্ট বলে," ভাই,আপনি অনেক লাকি। লাখ লাখ ছেলে-মেয়ের স্বপ্নের(?) সাবজেক্টে পড়েছেন। " আসল ঘটনা হইলো,আমি চবি-তে ভর্তি ফরম নেয়ার পর এই বিভাগের নাম জানতে পেরেছিলাম। প্রথম প্রথম সত্য কথা কইলে বাচ্চাগুলা বিশ্বাস করতো না। এখন দেখি উপরের কথাগুলোই আম-জনতা বিশ্বাস করে।

কি আর করা ! কুনো সাম্বাদিক তু আর আমার সাক্কাতকার নিবে না,তাই এপ্লিক্যান্টদেরকেই ইন্টারভু দিই। ( হঠাৎ করেই ল্যাপটপে ছবিগুলো দেখে আমাদের "টিম-মাইক্রো"-কে মিস করেছিলাম। লাভ ইউ মাইক্রোবস) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.