আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সেচ্ছাসেবা মুলক সংগঠন FOR THE PEOPLE ... সেবা বঞ্চিত মানুষের জন্য কাজ করেছি , করছি , করে যাব ...

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। জানুয়ারি ৪ , ২০১১ সাল ।

আমাদের যাএা শুরু । তারপর আমরা কখনো থেমে যাইনি , না অন্যান্য সংগঠনের মত আমরা ভাঙ্গনের মুখে পরিনি । কেও আমাদের পথ আটকায় নি । এক এর পর এক ফ্রি ক্যাম্প করে যাচ্ছি আমরা , সারা বাংলাদেশে । আমাদের ফেইসবুক পেইজ : For The People আমাদের লোগো : (লোগোটা কেমন হইছে , আমার বানানো প্রথম লোগো ) আমরা এখন পর্যন্ত ক্যাম্প করেছি , # উত্তরা , ঢাকা # গাজীপুর (শিশুপল্লী প্লাস , ২০০৫ সাল থেকে , প্রতি বছর ২ বার) # এিশাল , ময়মনসিংহ # মতলব , চাদঁপুর # লাকশাম , কুমিল্লা # কিশোরগঞ্জ # মলমল , ভালুকা # গফরগাও সংখ্যা তত্ত্বে আমাদের সংগঠন br /> ক্যাম্প - ৩০ এর অধিক সেচ্ছাসেবক ডেন্টিষ্ট - ১৫০ জন আমাদের কোন ফান্ড নাই ।

আমরা ক্যাম্প গুলো নিজস্ব তত্বাবধানে করে থাকি । খুব কষ্টে ক্যাম্প এরেন্জ করতে হয় । সংগঠনের সদস্যরা : প্রেসিডেন্ট - ডা: সাখাওয়াত হোসেন ছোটন জেনারেল সেক্রেটারী - আমি সদস্য - ডা: আলম - ডা: মাহমুদ - ডা: সাফকাত - ডা: সাগর - ডা: আলভি ক্যাম্পের কিছু ফটো - শিশু পল্লী প্লাসে । ক্যাম্পের পর । এিশাল ক্যাম্পে ... ফ্লাই ... আমি , ম্যাম , নাবিল , সাগর , সাফকাত ও আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ টাই দিতে ।

জানি না কতদুর যেতে পারব কিন্তু আমাদের চেষ্টা থেমে থাকবে না । এমবিবিএস ডাক্তাররা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।