আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবয়স্ক পুরুষরা সবচেয়ে সুখী

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক মধ্যবয়স্ক পুরুষরা সবচেয়ে সুখী হয়ে থাকে। নির্দিষ্ট করে বললে ৩৭ বছর বয়সে । কারণ এ সময় তারা ক্যারিয়ারের শীর্ষে থাকেন এবং সংসার জীবন শুরু করেন। ডেইলি মেইলের এক জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩৭ বছর বয়সে পুরুষরা পারিবারিক জীবন নিয়ে সবচেয়ে সুখী থাকেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে সুষ্ঠু সামাজিক সম্পর্ক রক্ষা করেন।

মধ্যবয়সের ফাঁড়া থেকে তারা এখনও আরও ১০ বছর দূরে এবং কৈশোর-যৌবনের কঠোর জীবন সংগ্রাম এখন অতীত। জরিপটি থেকে জানা গেছে, এ সময়ই বাবা হন বেশিরভাগ পুরুষ, যাদের মধ্যে ৪৩ ভাগই বাবা হওয়ার অনুভূতিকে পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতি হিসেবে বর্ণনা করেছেন। এই সুখের সামগ্রিক প্রভাব পড়ে তাদের জীবনে। বিয়ে করার কিছুদিন পরের এই সময়টিকে ৩৫ শতাংশ মানুষ মনে করেন জীবনের সবচেয়ে সুখী সময়গুলোর অন্যতম। এই বয়সের অন্যদের মধ্যে ১৮ শতাংশ ব্যক্তি খেলায় প্রিয় দলের জয়ে সুখী হন, ১৭ শতাংশ নতুন বাড়ি কিনেন এবং ৭ শতাংশ ব্যক্তি নতুন গাড়ি কিনে সুখী হন।

১৩ শতাংশ নতুন জীবনসঙ্গীকে খুঁজে পেয়ে এবং ৯ শতাংশ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে সুখী হন। তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।