আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে "FUCK bangladesh" নামে এই গ্রপের বিরুদ্ধে আসেন সবাই রিপোর্ট করি কিংবা ঐ পেজে প্রতিবাদ করি- আপডেট পোস্ট ( গ্রুপের এ্যাডমিনের সাথে কথোপকথনের স্ক্রীনশটসহ)

রাজনীতিবীদদের ঘৃণা করি--- ১০ তারিখে ফেসবুকে "FUCK bangladesh" নামে এই গ্রপের বিরুদ্ধে আসেন সবাই রিপোর্ট করি কিংবা ঐ পেজে প্রতিবাদ করি নামে ১টা পোস্ট দিয়েছিলাম। অনেকেি সাড়া দিয়েছেন। তার জন্য ধন্যবাদ। ঐ পেজের এ্যাডমিনকে আমি পেজটা ডিলিট করতে বলি, তার জবাবে সে আমাকে কিছু মেসেজ পাঠায়, আমিও তার জবাব দিই। তার স্ক্রীনশটগুলি নীচে দিলাম।

আর পুরনো পোস্টটিও রেখে দিলাম নীচে। মেসেজ-১ মেসেজ-২ মেসেজ-৩ মেসেজ-৪ মেসেজ-৫ এটুকুর পরে ব্লক করে দিয়েছিলাম পুরনো পোস্ট নীচে---> আসেন সবাই রিপোর্ট করি প্রতিদিন, ফেসবুক কতদিন রিপোর্টিং সহ্য করবে? আজ হঠাৎ পেজটি দেখলাম। হয়ত ভারতীয় কারো তৈরি। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর স্বাধীনতার বিরুদ্ধে কিভাবে লিখছে দেখুন নিজেরায়। ওখানে যা লেখা আছে তার কিছু দিলাম এখানে: "Indian army যোদি বাংলাদেশকে attack করে | তাহোলে পুরো দেশ দখোল কোরতে লাকবে 27 মিনিট |" "1971 in bangladesh, 3,843 Indian সেনা শোহীদ হন,9,851 সেনা নিখোজ হন | 1971 সানের আগে আমার যানা মতে কোন দেশ, কোন দেশকে রক্ত ,আর্থ ,রসোদ(অস্ত্র, খাবার... etc) দিয়ে সাহায্য করেনি | কারযোত বংলাদেশ আজাকে তা অসিকার করে |এই হোল এদের স্বাধীনতার চেতোনা |" "একটা গেরুর জন্ম হোলে যেমন তার মাথায় শিং হবেই | তেমনি বাংলাদেশে কোন শিশু জন্ম হোলে অসৎ হবেই| এটি একটি জাতীয় সত্য" গ্রুপটার লিংক: Click This Link যেভাবে রিপোর্ট করবেন, আমি ধাপে ধাপে দেখাচ্ছি- সাবধান: LIKE এ ক্লিক করবেন না।

প্রথমে MESSAGE অপশনের পাশে ক্লিক করুন, এবং REPORE PAGE এ ক্লিক করুন নীচের ছবির মত: তারপর, It shouldn't be on Facebook এইটা সিলেক্ট করে Continue করেন: এরপরের ধাপে Hate Speech সেলেক্ট করে নীচের ড্রপ ডাউন মেনু থেকে Targets a race or ethinity সিলেক্ট করে Continue করেন: এবার নীচে Report to Facebook এ ক্লিক করে সিলেক্ট করুন তারপর Continue করেন: এরপর এমন একটা মেসেজ পাবেন: আমি জানিনা রিপোর্ট করলে কাজ হবে কিনা। সবাই মিলে করলে হয়ত হবে। আর আপনারা এইখানে মেইল করতে পারেন: , এইটা বিটিআরসি এর সাইবার ক্রাইম ইউনিটের ই-মেইল। আর হ্যাকার কেউ থাকলে পেজটা হ্যাক করতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.