আমাদের কথা খুঁজে নিন

   

লাইভ ব্লগিং... হুমায়ুন আহমদের গ্রাম থেকে... চলছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে হুমায়ূন আহমদের জন্ম উৎসব...

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। হুমায়ূন আহমদ প্রতিষ্ঠিত বাংলাদেশরে সবচেয়ে সুন্দর হাইস্কূল... অপক্ষোয় শুভ যাত্রা... শুভাযাত্রার ব্যানার... আজকে হিমু দিবসে হুমায়ুন আহমদের নিজ হাত গড়া বিদ্যাপীঠে হুমায়ুন স্যার ছাড়া চলছে তার জন্ম উৎসব। বেদনার একটা তীব্র ছায়া ছেয়ে আছে কুতুবপুর গ্রামে... এখানে আছেন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ.. আপডেট এই মাত্র হাতে পেলাম... অনুষ্ঠানের মূল সূচি... * ১১টায় পুষ্পাঞ্জলী... *দুপুর ১২টায় হলো শুভাযাত্রা... *১.৪৫এ মিলাদ মাহফীল.... *২টায় চিত্রাংকন প্রতিযোগীতা... *৩টায় আলোচনা সভা... *৪টায় সাংস্কৃতিক প্রগ্রাম... *সন্ধ্যায় প্রজেক্টরে হুমায়ুন স্যারের তিনটি ছবির প্রদর্শনী হবে... এই হল আজকের প্রগ্রাম সূচি.... এইমাত্র শোভাযাত্রা শুরু হল... ছাত্রছাত্রী, শিক্ষক এলাকার জনগনের শতষ্ফুর্ত অংশগ্রহনে এগিয়ে যাচ্ছে শোভাযাত্রা.. স্কুল থেকে স্যারকে শ্রদ্ধাঞ্জল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শহীদ মিনার.. অনুষ্ঠান মঞ্চসহ স্কুলের পুর্ণাঙ্গ লুক.. ক্ষুদে হিমুরা... ১০টি কম্পিউটারের একটা আধুনিক কম্পিইটার ল্যাব... শহীদ স্মৃতি বিদ্যাপীঠের.. চলছে ছোটদের ছবি আঁকা প্রতিযোগীতা... স্কুলের ভেতরের অংশ.. স্কুলের আধুনিক লাইব্রেরির অভ্যন্তর ভাগ... লাইব্রেরির ফটো গ্যালারিতে বাবার ছবির নিচে পুত্রের ছবি... দুজনই আজ অজানা জগতের বাসিন্দা. হুমায়ুন আহমেদের বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ। ২০০০ সালে বাংলাদেশ সরকার তাঁর নামে ডাক টিকিট প্রকাশ করে... এই সেই ডাক টিকিট শহীদ স্মৃতি বিদ্যা পিঠের আরেকটি ছবি... হুমায়ুন আহমদের বাবার নামে কুতুবপুরের সড়ক... শহীদ স্মৃতি বিদ্যা পিঠের ভিত্তিপ্রস্তর ফলক। ১৯৯৫ সালে এই স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আসাদুজ্জামান নূর। তিনি আজ এম.পি কিন্তু এই স্কুলটি এখনো এমপিওভুক্ত হয়নি!! আপডেট হবে সারাদিন.... অশেষ কুতজ্ঞতা সামুর কর্তৃপক্ষকে বাংলা ভাষায় ব্লগিং করাকে এতটা সহজ করার জন্য... সহজ করার জন্য নাগরিক সাংবাদিকতাকে...  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.