আমাদের কথা খুঁজে নিন

   

গত শতাব্দির আলোচিত রাস্ট্রনায়ক- ফ্যাসিস্ট- দেশপ্রেমিক এডলফ হিটলার

বিংশ শতাব্দির বহুল আলোচিত, নিন্দিত, ভয়ানক ফ্যাসিস্ট, দেশপ্রেমিক, প্রথম বিশ্বযুদ্ধের এক মামুলি কর্পোরাল পরবর্তিতে জার্মানীর একচ্ছত্র অধিপতি, দুনিয়া কাঁপানো ইতিহান পাল্টানো একজন রাস্ট্রনায়ক -- নাম ছিল এডলফ হিটলার। , তার জন্মকাহিনী আর ছেলেবেলার কথা শুনুন: প্রথমেই নীচে তিন বছর বয়সী এডলফ হিটলারকে দেখুন: এডলফ হিটলার জন্মেছিলেন অস্ট্রিয়ার ব্রনাউ আম্ ইন্ নামক এক গ্রামে। জায়গাটা জার্মান বাভারিয়া সিমান্তের কাছেই, সময়টা ১৮৮৯ সালের ২০ শে এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ'টা। একটু পেছনে যাই। হিটলারের বাবা এলয়েস হিটলার (Alois Hitler) ছিলেন তার মা 'মারিয়া আনা শিকলগ্রুবারের' অবৈধ সন্তান।

অবশ্য তখন অস্ট্রিয়ায় 'অবৈধ' জন্মটা কোন ব্যাপারই ছিলনা। নীচে হিটলারের বাবা এলয়েস হিটলারের ছবি দেখুন: নীচের ছবিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলার, চিনতে পারছেন?: হিটলারের বাবা এলয়েস হিটলার এর মা 'মারিয়া আনা শিকলগ্রুবার' (হিটলারের দাদী) জনৈক ফ্রানকেনবারগার নামের এক ইহুদী পরিবারে রাধুনীর কাজ করতেন। সেই পরিবারের ১৯ বছর বয়সি এক তরুনের সাথেই তার সম্পর্ক গড়ে উঠে। সম্ভবত তারই ফসল এই এলয়েস হিটলার, এডলফ হিটলারের বাবা। তাহলে একদিক থেকে বলা যায় হিটলারের দাদা একজন ইহুদী ছিলেন।

এলয়েসের বয়স যখন ৫ বছর তখন তার মা মারিয়া শিকলগ্রুবার বিয়ে করেন যোহান জর্জ হেইডলারকে, তারপর তার (এলয়েসের মায়ের) উপাধী হল হেইডলার। এর ৫ বছর পরে এলয়েসের মা মারিয়া হেইডলার মারা যান। তখন এলয়েস চলে যান তার কাকার কাছে। একটু বড় হয়ে তিনি সরকারী চাকুরীতে ঢোকেন এবং সিনিয়র সহকারী পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। নীচে বাবা এলয়েস হিটলার: প্রথম দিকে হিটলারের বাবা এলয়েসের উপাধী ছিল মায়ের নামের মতই শিকলগ্রুবার।

পরে তার মা আনা শিকলগ্রুবার (হেইডলার) মারা যাবার পর তার কাকা তাকে নিজের কাছে নিয়ে এসে নিজের উপাধী হেইডলার (Heidler) ভাইপোকে ব্যাবহার করতে দেন। এই হেইডলারই কোন এক সময় কাগজে লিখবার সময় 'হিটলার' হয়ে যায়। উচ্চারণে সুবিধার জন্য ভালই হয়েছিল নাকি? কল্পনা করুন লক্ষ লক্ষ মানুষ যদি 'হেইল হিটলার' এর বদলে বলত 'হেইল শিকলগ্রুবার' তাহলে কি হত? উচ্চারণ করাটাই কঠিন ছিল মনে হয়। ১৮৮৫ সালে বাবা এলয়েস হিটলার ৪৮ বছর বয়সে তৃতীয় বিয়ে করেন কয়েক মাসের গর্ভবতী ক্লারা পোলযকে, যিনি সম্পর্কে তার ভাইঝি ছিলেন (তার কাকার নাতনী)। ভাইঝিকে বিয়ে করার জন্য তাকে চার্চের অনুমতি নিতে হয়, এবং তিনি তা নিয়েছিলেন।

হিটলারে মা ক্লারা পোলয এর ছবি নীচে: বাবা এলয়েসের আগের দুটি স্ত্রীর মধ্যে ২য় স্ত্রীর দুই সন্তান ছিল যথাক্রমে এলয়েস হিটলার জুনিয়র আর এন্জেলা হিটলার। নীচে হিটলারের সৎ বোন এন্জেলা হিটলার (১৮৮৩-১৯৪৯): আর এখন ক্লারার গর্ভে তাদের প্রথমে ২ টা ছেলে তার পর একটা মেয়ে হয় যারা কিছুকালের মধ্যেই মারা যায়। এরপর বাবা মায়ের চতুর্থ সন্তান হয়ে জন্ম নিলেন এডলফ হিটলার। নীচে বালক হিটলার: হিটলারের পর তার বাবা মায়ের পরে আরো দুটি সন্তান জন্ম নেয় তারা ছিল যথাক্রমে এডমন্ড হিটলার আর পলা হিটলার। নীচে পলা হিটলার (১৮৯৬- ১৯৬০): ভাই এলয়েস হিটলার জুনিয়রের (১৮৮২-১৯৫৬) ছবি নীচে: ১৮৯৫ সালে ছয় বছর বয়সে এডলফ হিটলার অস্ট্রিয়ার লিনয এর কাছে ফিসলহাম গ্রামের একটা স্কুলে প্রথম গ্রেডে ভর্তি হন।

শুরু হল তার সংগ্রামী জীবন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।