আমাদের কথা খুঁজে নিন

   

মজার গল্প

আমি আপনাদের একটি গল্প শুনাই। জনৈক গণক একটি বানর নিয়ে এক গ্রামে গেল। বানরের হাতে কয়েকটি কাঠি দিয়ে মানুষের ভাগ্য ও ভবিষ্যত সম্পর্কে বলতে লাগল। চতূর্পাশ্বে মানুষ তাকে ঘিরে ধরল। সবাই নিজের ভবিষ্যত সম্পর্কে জানার চেষ্টা করছিল।

এমতাবস্থায় সে গ্রামের এক মাওলানা গণকের প্রতারণা বুঝতে পেরে জামার আস্তিনের ভিতরে একটি বেত নিয়ে লোকদের ভিড়ে উপস্থিত হল। অতঃপর জিজ্ঞেস করল, হে ভাই তুমি কি করছ? গণক বলল, আমি বানরের মাধ্যেম মানুষের ভবিষ্যতের সুখ-দুখ সম্পর্কে বলছি। একথার শুনার পর মাওলানা স্বীয় আস্তিন থেকে বেত বের করে তাকে বেদম মার শুরু করল। গণক চিৎকার করছিল আর বলছিল আমাকে মারছেন কেন? আমাকে মারছেন কেন? লোকেরাও বলল, তাকে আপনি মারছেন কেন? মাওলানা সাহেব বললেন, সে তো তোমাদের ভবিষ্যত বলছে, অথচ নিজের ভবিষ্যত সম্পর্কে অজ্ঞ। সে যদি ভবিষ্যত সম্পর্কে জানত তাহলে আজকে যে সে মার খাবে তা জানলোনা কেন? তারপর জনগনের চোখ খুলল এবং সবাই মিলে তাকে গণধোলাই দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.