আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার ঘুণপোকা

লাইব্রেরীতে বসে আড়চোখে চেয়ে আছে আবির। অনেক দূরে একটা টেবিলে খুব মন দিয়ে পড়ছে সুপ্তি। আবির একটু চুপচাপ আর শান্ত স্বভাবের ছেলে। খুব একটা কথা সে বলে না। প্রয়োজন ছাড়া তো একেবারেই না।

ওর এই স্বভাবের কারনে খুব একটা বন্ধু নেই ওর। মেডিকেল এর তৃতীয় বর্ষের ছাত্র সে। বাবামায়ের একমাত্র সন্তান। একদিন হঠাত করেই দেখা হয় সুপ্তির সাথে। লাইব্রেরি থেকে ফেরার পথে সুপ্তি ডেকে বলেছিল, ভাইয়া আপনাদের অফিস রুমটা কোনদিকে বলবেন একটু? আবির যেহেতু মানুষের সাথে তেমন একটা কথা বলে না তাই প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলো।

কিছুটা কাঁপা স্বরে উত্তর দিলো সামনে এগিয়ে গেলেই পাবেন। সুপ্তি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। আমি এখানে নতুন ভর্তি হয়েছি। আজ ই প্রথম আসলাম। আমার নাম সুপ্তি।

আবির খানিকটা হেসে বলল, আমি আবির। তৃতীয় বর্ষে পরছি। কোন প্রয়োজন হলে জানাবেন। সুপ্তি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। দেখতে শ্যাম বর্ণের, কিন্তু অসম্ভব মায়া কাড়া চেহারা।

সুপ্তির ছোটবেলায় ওর বাবা মারা যায়। চার ভাইবোনের বিশাল সংসার ওর মা অনেক কষ্টে চালিয়েছেন। সুপ্তির বাবার খুব ইচ্ছে ছিল সুপ্তি ডাক্তার হবে। বাবার স্বপ্ন পুরন করাই সুপ্তির লক্ষ্য। প্রথম দিন দেখেই সুপ্তিকে ভালো লেগে যায় আবিরের।

রোজ সুপ্তিকে দেখার জন্য তীর্থের কাকের মত দাড়িয়ে থাকে। দূর থেকে দেখে কিন্তু কাছে যায় না। এর মাঝেই আবির জানতে পারে সুপ্তি অন্য এক ছেলেকে ভালোবাসে। ছেলেটির সাথে সুপ্তির অনেক দিনের সম্পরক। একদিন আবির দূর থেকে ছেলেটিকে দেখতে পায় সুপ্তির সাথে।

সুপ্তি আবির কে দেখে হাতের ইশারায় কাছে যেতে ডাকে। আবির খুব লজ্জায় পড়ে যায়। কিছুটা ইতস্তত করে অবশেষে কাছে যায়। সুপ্তি বলে ওঠে, আরে আবির ভাইয়া। ওখানে কি করছিলেন? আসেন পরিচয় করিয়ে দেই।

ও হচ্ছে রনি। এলএলবি করছে। আমাদের এলাকাতেই থাকে। রনিকে দেখেই আবিরের মনটা খারাপ হয়ে গেলো। কারন, রনিকে দেখে তার ভালো ছেলে মনে হয় নি।

কোথায় যেন কিছু একটা ঝামেলা আছে বলে মনে হল। সুপ্তির মত ভালো একটা মেয়ে জীবনে এতো বড় ভুল সিদ্ধান্ত কিভাবে নিলো আবির ভেবে পেলো না। এভাবে প্রায় বছর খানেক চলে গেলো। একদিন শরতের এক বিকেলে সুপ্তির মন খারাপ দেখে এগিয়ে যায় আবির। জানতে চায়, কি হয়েছে? সুপ্তি বলে, কোই কিছু না আবির ভাই।

আবির বলে, কিছু একটা হয়েছে আমি জানি। তুমি না বলতে চাইলে থাক। তবে বললে ভালো হবে। হয়তো আমি সাহায্য করতে পারি তোমাকে। সুপ্তি অনেক ভেবে বলা শুরু করলো।

আবির ভাই, আমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। রনিকে চিনতে আমি ভুল করেছি। ও আসলে এতদিন আমাকে যা বলেছে সব মিত্থ্যা ছিল। ও কোন পড়াশুনা করে না। বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে নেশা করতো আর বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো।

এলাকায় মাস্তানি করতো। আমার বাসায় রনির কথা জানার পর থেকে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এদিকে রনি আমাকে বলেছে, আমি যদি তাকে বিয়ে না করি তবে আমার জন্য তা খারাপ হবে। এখন আপনি বলেন আমি কি করবো? আবির খুব শান্ত ভঙ্গিতে জানতে চাইলো, সুপ্তি সত্যি করে একটা কথা বল আমাকে, তুমি কি রনিকে বিয়ে করতে চাও? থাকতে চাও ওর সাথে? সুপ্তি মাথা নেড়ে বলল, না আবির ভাইয়া। ওর মত একটা মিত্থ্যাবাদীর সাথে থাকা সম্ভব না।

আবির সুপ্তিকে বলে, তবে ওকে নিয়ে আর ভেব না। যা হবার হবে। দেখা যাবে। আজ অনেকদিন পর দূর থেকে সুপ্তিকে দেখে আবিরের বুকের গভিরে জমানো ভালোবাসা মোচড় দিয়ে ওঠে। অনেক সাহস নিয়ে আবির সিদ্ধান্ত নিয়ে ফেলে আজ সে সুপ্তিকে তার মনের কথা বলবে।

ধীর পায়ে উঠে সে সুপ্তির টেবিলের কাছে গিয়ে দাড়ায়। সুপ্তিকে বলে, সুপ্তি আমার কিছু কথা আছে। একটু বাইরে আসবে? সুপ্তি বের হয়ে আসে। আবির খুব সাহস নিয়ে সুপ্তির হাতটা আলতো করে ধরে। তারপর বলে, সুপ্তি তোমাকে আমি ভালোবাসি।

অল্প না অনেক বেশি ভালোবাসি। কোনদিন বলা হবে ভাবিনি। তবে আজ যখন সুযোগ এসেছে বলার সাহস করেছি। আজ থেকে নয়, প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে ভালোবাসি। আমি তোমার হাত সারাজীবন ধরে রাখতে চাই।

থাকবে আমার সাথে? সুপ্তি ভেজা কণ্ঠে বলে ওঠে, আবির ভাই! আপনি তো জানেন সব ই। তারপরেও?? আবির বলে, হুম!! তারপরেও আমি তোমাকেই ভালোবাসি। তুমি যেমনি হউনা কেন, আমি সকল অবস্থায় শুধু তোমাকেই চাই। সুপ্তি আরও কিছু বলতে চাইছিল কিন্তু চোখের জলে বলা হল না। আবির বলে ওঠে, এখন থেকে আর আবির ভাই নয়, শুধু আবির বল।

আবিরের হাতে হাত রেখে আজ সুপ্তির মনে হচ্ছে এতদিনে সে খুঁজে পেয়েছে তার আসল ঠিকানা। তার স্বপ্নলোকের চাবি, সত্যিকারের ভালোবাসা। সুপ্তি ভাবছে, কখনোকি পারবে দিতে আবিরের ভালোবাসার প্রতিদান!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.