আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান দেশটির সাথে এখন আমাদের কি করা উচিত?

দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com এক জন মুসলমান বিনা কারনে যদি অন্যজন মুসলমানের ক্ষতি করে তবে করনীয় কি? প্রথমত ক্ষতিগ্রস্থ মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া আর দ্বিতীয়ত ক্ষতিগ্রস্থকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। এই দুটি কাজ করলে সে মুসলমান বা বিবেকবান লোকের কাতারে পড়বে। এখন দেখি মুসলিম পাকিস্তানীরা কি করেছে আমাদের উপর।

তারা ১৯৫২ সালে আমাদের উপর তাদের ভাষাকে চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিল যদিও আমরাই ছিলাম সংখ্যাগরিষ্ট। সংখ্যাগরিষ্ট হওয়ার পরেও আমরা শুধু চেয়েছিলাম রাষ্ট্রভাষা হিসেবে যেন আমদের ভাষাও থাকে। মেনে নেয়া তো দুরের কথা আমাদের উপর চালালো গুলি। তারপর থেকেই যে শুরু। এমন কোন বছর যায়নি তারা আমাদের সাথে বদমায়েশী করেনি।

বাংগালদের উপর টিটকারী তো তাদের একচেটিয়া অধিকার ছিল। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধ হলো। আমরা ছিলাম পুরাই অরক্ষিত। ওইটা নিয়ে তাদের মাথাব্যাথা ছিল না। ১৯৭০ সালে জলোচ্ছাসে আমদের উপকুলে ব্যপক মানুষ মারা গেল।

তাদের তা দেখার সময় নাই। তারপর ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্টতা পেয়েছিলাম। তাও আমাদের হাতে ক্ষমতা তো দিলই না উল্টা ১৯৭১ সালে বিনা কারণে আমাদের লাখ লাখ মানুষকে তারা হত্যা করলো। লক্ষাধিক মা বোনের ইজ্জত নিল আর লক্ষাধিক বাড়ি ঘর পুড়িয়ে ছাই করে দিল। আমাদের বুদ্ধিজীবিদের বিনা কারণে অত্যান্ত নিষ্ঠুরভাবে হত্যা করল।

কি দোষ ছিল আমাদের? ৯ মাস যুদ্ধ শেষে আমরা বিজয়ী হলাম। তারা হলো পরাজিত। কিন্তু আমরা ওই সব সৈন্যদের কোন বিচার করতে পারলাম না,তাদের কাছ থেকে কোন ক্ষতিপূরণও পেলাম না,তারা কোনদিন রাষ্ট্রীয়ভাবে ক্ষমাও চায়নি,এমন কি সম্পূর্ণ বিনা কারণে লক্ষাধিক মানুষ হত্যার কারণে তাদের দেশে ওই সব সেনাদের কোন বিচার হয়নি। আমার মাঝে মাঝে মনে হয় তারা কি আসলে মুসলমান?যারা এত বড় জঘন্য কাজ করার পরেও আজ ৪২ বছর হয়ে গেল বিন্দুমাত্র ক্ষমা চাইতেও রাজী না। তাদের সাথে আমরা কি ভাবে সম্পর্ক স্বাভাবিক রাখব?তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বা কি?তারা আসলে মানুষের কাতারে পড়ে? বর্তমানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নিকট ১৯৭১ সালের ঘটনার জন্য ক্ষমা চাইতে বলেছেন।

আপনার কি মনে হয় তারা ক্ষমা চাইবে?আরে তারা তো গণহত্যার কথাই স্বীকার করেনা। সুতরাং তারা ক্ষমা চাইবে কেন?তারা তো ১৯৭১ সালের ঘটনাকে অন্যায়ই মনে করেনা। অন্যায় মনে করলে পরে আসবে ক্ষমার বিষয় তারপরে আসবে ক্ষতি পূরণের বিষয়। তারপর আসবে সেনা আপরাধী আর তাদের দোসরদের বিচার। মঝে মাঝে কিছ গান শুনে ১৯৭১ কে খুব মনে পড়ে।

বিশেষ করে শহীদদের জন্য গাওয়া সালাম সালাম হাজার সালাম,সব কটা জানালা খুলে দাও না…এই গান দুটি। তখন আমর মনে হয় আমরা আমাদের শহীদের সাথে বেঈমানী করেছি। আমরা দেশটাকে পাকিস্তানীদের থেকে উন্নতি করতে পারি নাই। এক রষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব গড়ে তুলবে পরষ্পরের সম্মানের ভিত্তিতে। যেখানে সম্মান নেই সেখানে বন্ধুত্বেরও মূল্য নেই।

পাকিস্তান যদি আসলেই প্রকৃত মুসলমানের দেশ হতো আর তার জনগণ যদি আসলেই ভালো হতো তাহলে তারা আমরা বলার অনেক আগেই ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিয়ে সম্পর্ক সাভাবিক করে ফেলত। কিন্তু তারা তা করেনি। এমন কি আমরা বলার পরেও তারা ক্ষমা চাওয়ার চিন্তা ভাবনা করছে না। সুতরাং তাদের সাথে আমি আর রিলেশন রাখার আর কোন কারণ দেখছিনা। সম্পর্ক ছিন্ন করলেই কেবল বিষয়টার সুরাহা হবে বলে আমার মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.