আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন কামারুজ্জামান

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান।
গত ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের দেওয়া ওই দণ্ড বাতিল চেয়ে খালাসের আরজি জানিয়ে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করা হয়, যার নম্বর ৬২/২০১৩।
পরে কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাইব্যুনালের ওই রায় ও শাস্তি বাতিল চেয়ে আপিল করা হয়েছে। আপিলের সপক্ষে তথ্য-প্রমাণ রয়েছে দুই হাজার ৫৬৪টি।

যুক্তি তুলে ধরা হয়েছে ১২৪টি।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী এম কে রহমান জানান, কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে না। তবে আসামিপক্ষের করা আপিলের শুনানির সময় ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রাখার কথা বলা হবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।


কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে সোহাগপুর ‘বিধবাপল্লিতে’ নির্বিচার হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে (তৃতীয় ও চতুর্থ অভিযোগ) কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন ট্রাইব্যুনাল। বদিউজ্জামান ও দারাসহ ছয়জনকে হত্যার (প্রথম ও সপ্তম অভিযোগ) দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
একাত্তরে শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে কামারুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। তবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় যাবজ্জীবন ও ১০ বছরের শাস্তি মৃত্যুদণ্ডের সঙ্গে একীভূত হয়ে যাবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।