আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য রইল শুভ কামনা গতকালকে আল জাজিরায় দেখলাম- বারাক ওবামা মায়ানমার সফরে রাজি হয়েছেন। বাংলাদেশের জন্য এটি মোটেও ভাল খবর নয় কেননা রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের কঠোর অবস্থান, আন্তর্জাতিক মহলের নীরবতা এবং বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতায় জগা খিচুড়ির মত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওবামা যদি মায়ানমার সফর করেন এবং মায়ানমারের সাথে যদি যুক্তরাষ্ট্রের এতদিন ধরে চলে আসা বৈরি সম্পর্কের অবসান ঘটে তাহলে তা বাংলাদেশের জন্য ক্ষতির কারন। কেননা রোহিঙ্গা সংক্রান্ত বাংলাদেশের কোন কথায় তখন আর কেউ শুনবেনা। এখানে একটি বিষয় লক্ষণীয় যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মায়ানমার অং সান সুচিকে কাজে লাগিয়েছে, মুলত তারই অনুরধে বারাক ওবামা এই স্বীকৃতি জানিয়েছেন। কিন্তু আমরা বারবার ডঃ ইউনুসকে অপমান করে পশ্চিমাদের সাথে সম্পর্ক খারাপ করেছি। মার্কিন রাষ্ট্রদূত এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যতই বলুক না কেন, সম্প্রতি নাফিসকে নিয়ে এফবিআইয়ের সাজানো নাটক এবং আরেক বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিকের একই ইস্যুতে ১৭ বছরের কারাদণ্ড বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্কের দিকেই ইঙ্গিত করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.