আমাদের কথা খুঁজে নিন

   

হিনা জি /// স্যাট আপ .

খবর তো দেখতে ইচ্ছেই করছে না । সুন্দরী ম্যাডাম এর ছবি আমি সহ্য করতে পারছি না । আর কত যহ্য করতে হবে ?কেন ভুলবো অতীত ??? আপনি কিসের ইশারা করছেন ?দেশ টা কি আবার ছিনিয়ে নিতে চান ? হ্যা কথা বলছিলাম পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানি জি'র কথা । তিনি একটা মন্তব্য করেছেন যে , অতীত ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে বলেছেন (আজকের খবরে প্রকাশ ) । তাই আমার একটি মন্তব্য : পাকিস্তানের বিরোধীতা করা মানেই কিন্তু ভারতের পক্ষে সাফাই গাওয়া নয় ।

কিছু লোক আছে আজাইরা যুক্তি দেখায় । পাকিস্তানের বিরোধীতা করলেই নাকি ভারতের দালাল হয়ে যায় । আরো তো আছে অনলাইন এবং সামাজিক ওয়েব সাইট গুলো ,কোন রকম একটু মোবাইল টা ধরতে শিখেছি কিংবা নেট বুক চালাতে জানি , (মোক আর পায় কে ,আই মিন আমিই সব জানি এমন ভাবার্থ কমেন্টস করে থাকে আর কি) যা খুশি ইচ্ছা বলা যায় । এই মানুষ দের যে কি বলবো ,গালি দেওয়ার মত ভাষাও জানা নাই । ভারত কে সহ্য করতে পারছি না কারন সীমান্তে আমাদের উপর অনেক অত্যাচার করেছে এখনো করছে (আরো কারন আছে বর্ননা করার মুড নাই )।

আর পাকিস্তান কে সহ্য করতে পারছি না কারন অতীত আমার চোখের সামনে চলে আসে (একটা খারাপ গালি দিয়ে এই মহিলা কে বলতে চাই , তোরা দুরে গিয়া মর , তোদের লজ্জা থাকলে অতীত ভুলতে বলতি না )আর কিছু নামে বাঙাল হলেও জাতে এখনো পাকিস্তানী তাদের অযথা যুক্তি আর আজাইরা প্যাচাল দেখলে শরীর জ্বলে । এবং যখন দেখি আমাদের মিডিয়া গুলো "কুকুরের ছাওয়া (বাচ্চা )"গুলার ছবি খবর ফলাও করে প্রকাশ করে তখন মনে হয় নিজেকেই খুন করে ফেলি । আমি অসহায় আমরা অসহায় দেশেই যখন আমন্ত্রন জানিয়ে নিয়ে আসে তখন কি করবো ? কার কাছে বিচার চাইবো ? নিজেস্ব মতামত , কোন পাকিস্তানিকেই দেশে ঢুকতে দেওয়া উচিত না । আজাদ ভাই এর মত আমাকেও বলতে ইচ্ছে হয় আমি পাকিস্তানীকে ঘৃনা করি , যখন তারা আমাদের দেশে ক্রিকেট খেলতে আসে তখনো । আর দেশের উন্নয়ন হতে পারে , হবেও হয়তো একদিন ।

কিন্তু কোন পাকিস্তানীদের সাথে আতাত করে নয় । কেউ আমার একটা প্রশ্নের উত্তর দিবেন ? আমি ভারত এর পক্ষ নিচ্ছি না । কিন্তু পাকিস্তানদের সহ্য করতে পারছি না । তবে আমার কি করা উচিত ? চোখ কান বন্ধ করলাম তোরা কেউ পাকিস্তানিদের পক্ষ নিস না । আমার অভিশাপ লাগবে , আমার ভাইয়ের অভিশাপ লাগবে , মরেও তোরা জ্বলবি ।

ইচ্ছা তো হয় , দেশের প্রধান প্রধান কর্মকর্তাদের কিছু বলি , আপনারা দেশের ভাল করতে না পারেন ক্ষতি করিয়েন না । জানি এ কথা গুলো পাগলের প্রলাপ ভেবে সবাই ভুলে যাবে । দেশ স্বাধীন করে আবার দেশটা রসাতলে ভাসিয়ে দিয়েন না । আমার কমেন্টসে যদি কেউ আঘাত পেয়ে থাকেন আন্তরিক ভাবে দুঃখিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.