আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত শিবিরের ভয়ংকর পরিকল্পনা ফাঁস

I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous. ফাঁস হয়েছে জামায়াত শিবিরের এক ভয়ংকর পরিকল্পনা । গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দারা এই পরিকল্পনার কথা জানতে পারেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তার দাবী । উচ্ছপদস্থ ঐ কর্মকর্তা বলেন সাভার ট্রাজেডির পর থেকে সরকার এক অস্থির ও টালমাটাল সময় পার করছে আর এ পরিস্থিতিরই সুযোগ নিতে চাচ্ছে কথিত যুদ্ধাপরাধী জামাত শিবির চক্র । জামায়াত শিবির দীর্ঘদিন ধরে সরকার ও মানবতা বিরুধী ট্রাইবনালের বিরুধীতা করে আসছে এমতাবস্থা এত আন্দোলন সংগ্রামের পরও যখন কিছু থেকে কিছু হচ্ছেনা তখন নতুন পরিকল্পনা নিয়ে ওরা এগুচ্ছে । ইতিমধ্যে গোয়েন্দারা জানতে পেরেছেন সঠিক ও নির্ভূলভাবে কার্য সম্পাদনের জন্য জামায়াত শিবির কতৃক ধাক্কা দিয়ে রানা প্লাজা ধ্বসিয়ে দেয়া ছিল একটি পরীক্ষামূলক কাজ মাত্র ।

পরীক্ষাটি অত্যধিক সফল হওয়ায় এবার আসল উদ্দেশ্য বাস্তবায়নে জামায়াত শিবির দুটি গ্রুপে বিভক্ত হয়ে অভিযান চালাবে বলে গোয়েন্দারা জানতে পেছেরেন । ঐ গোয়েন্দা কর্মকর্তা দাবী করেন প্রথম গ্রুপের কাজ হচ্ছে সংসদ চলাকালীন সময়ে(সংসদ চলছে) ধাক্কা দিয়ে সংসদ ভবন ফেলে দেয়া । এতে করে সংসদের ভিতরে অবস্থানরত প্রায় অধিকাংশ সংসদ সদস্য মারা যাবেন অথবা কার্যশক্তি হারিয়ে ফেলবেন ফলে পর্যাপ্ত পরিমান সংখ্যা গরিষ্ঠতা লোপ্ত হওয়ায় সরকারের নিশ্চত পতন ঘটবে । অন্যদিকে একইসময়ে আরেকটি গ্রুপ যাবে মানবতা বিরুধী অপরাধ ট্রাইব্যুনাল ধ্বসিয়ে দেয়ার উদ্দেশ্য । এ কাজটির জন্য বেছে নেয়া হয়েছে মানবতা বিরুধী অপরাধে অভিযুক্ত আব্দুল আলিমের শুনানির সময়টিকে ।

পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রসিকিউশন সহ বিচার কার্যে যারা নিয়োজিত তাদের অধিকাংশেরই নিহত বা আহত হওয়ার সম্ভাবনা প্রবল । ফলে কিছু দিনের জন্য হলেও এ বিচারকার্য ঠেকিয়া দেয়া যাবে । উল্লেখ্য উভয় পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব জামাত শিবির তার সবচেয়ে শক্তিশালী বাট টপ সিক্রেট ইউনিট "জব্বার ব্রিগেডকে" দায়িত্ব দিয়েছে বলে গোয়েন্দারা আরো জানতে পেরেছেন । এদিকে পুলিশ ও র্যাব প্রধান দাবী করেছেন যেকোন নাশকতা এড়াতে উনাদের বাহিনী প্রস্তুত । সূত্রঃ ৭২ টিভি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.