আমাদের কথা খুঁজে নিন

   

যারা শুধু আওয়ামী লীগকে গালি দেন তারা একটু ভেবে দেখবেন কি?

দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com আমরা আমাদের দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি নিয়ে গর্ব করি। আমরা প্রায়ই বলে বেড়াই ভারতে দাংগা হলেও আমাদের দেশে তার কোন প্রভাব পড়ে না। কিন্ত আসলে কি তাই? আমাদের দেশের সংখ্যলঘুরা কি তাই ভাবেন? আমাদের দেশের সংখ্যলঘুরা কিন্তু আওয়ামীলীগ বলেন আর বি এন পি বলেন সবসময়ই নির্যাতিত হয় কিন্তু আওয়ামীলীগ আমলে যখন নির্যাতন হয় তখন তারা অন্তত জানেন যে প্রসাশনের কানে গেলে তারা কিছুটা ন্যায় বিচার পাবেন বা দলের উচ্চপর্যায়ের লোকেরা এই সব প্রশ্রয় দিবেনা কিন্তু বি এন পির আমলে নির্যাতিত হলে কিন্তু তারা এই রকম ভাবেন না।

তারা তখন আসলেই ভয়ে থাকেন?কেন থাকেন সেটা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আপনি যখন দেখতেন আপনার চোখের সামনে আপনার মা,বাবা,ভাই,বোনকে কোন কারণ ছাড়াই শুধু মাত্র ভিন্ন ধর্মের লোক হওয়ার কারণে পাকিস্তানীরা মেরে ফেলেছে আর সেই পাকিস্তানী সৈন্যদেরকে ডেকে এনে আপনার ঘরবাড়ি চিনিয়ে দিয়েছে এই দেশের ই কিছু কুলাংগার মানুষ। তখন ওই কুলাংগার মানুষদের আপনি মরণ পযন্তই ভয় পাবেন সেটাই সাভাবিক। আর যখন দেখবেন ওই কুলাংগার মানুষদের শাস্তি হয় নাই তাতে আপনার ভয়তো বাড়বেই । আর আপনি যখন দেখবেন এই কুলাংগার মানুষগুলোর সংখ্যা আবার ভয়ংকর রকমভাবে এই দেশেই বেড়ে উঠছে আর এই দেশেরই আরেকটি জনপ্রিয় দলের লোকদের পিছনে তাদের দেখা যাচ্ছে তখন আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেনই।

এমনিতেই আপনি এই কুলাংগার শ্রেনীর লোকগুলোকে ভয় পান তার উপর তাদের এই রকম ক্ষমতাবৃদ্ধি দেখে আপনি আর এই দেশে নিরাপদ বোধ করবেন না এটাই সাভাবিক। কারণ আপনি তো তাদের মুখোশ দেখেই ফেলেছেন। আপনি জানেন সুযোগের অভাবে এই কুলাংগারগুলো চুপ আছে,সুযোগ পেলেই এদের আবার আপনরুপই বের হবে তখন এই দেশের আরো কিছু অপরাধী তাদের পিছনে যোগ দিবে। তখন আপনার জীবটাই বিপন্ন হবে । তার চাইতে এই দেশ ছেড়ে চলে যাওয়াই ভাল।

সব আমলেই যে নির্যাতন যে হয় তার বড় প্রমাণ আমাদের দেশের সংখ্যালঘুর সংখ্যা দিন দিন কমছে। কেউই তার বাপ দাদার ভিটে মাটি এমনি এমনি ছেড়ে যায় নাই। বিপুল সংখ্যক মানুষ কখনো কোন কারণ ছাড়া এই ভাবে তাদের ভিটে মাটি ছেড়ে যায় না। এই দেশে আওয়ামীলীগের মতো দল এখনো আছে বিধায় সংখ্যালঘুরা এখনো আমাদের দেশে টিকে আছে কিন্তু যদি আওয়ামীলীগের মতো দল না থাকতো এবং আমাদের দেশের লোকেরা তাদের সমর্থন না করতো তবে আমাদের দেশ থেকে আরো আগেই সংখ্যালঘুরা নিপাত হয়ে যেত এতে কোন সন্দেহ নেই। তখন আমরাও এভাবে বলতে পারতাম না যে আমাদের দেশে সংখ্যলঘুরা নিরাপদে থাকে।

যারা আওয়ামীলীগ করেন তারা অন্তত মানুষকে ধর্মের ভিত্তিতে বিচার করেন না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সংখ্যাঘু লোকগুলো আওয়ামীলীগের কাছে তাদের এই উদার মনোভাবের কারণেই একটু নিরাপদ বোধ করেন। আওয়ামীলীগারদের মতো উদার মনোভাবাপন্ন লোকেরা না থাকলে আমাদের দেশটা এতদিনে কট্ট্রর মনোভাবাপন্ন লোক দারাই ভরে যেত। আর তাদের আসল চেহারা যে কি তা সময়মতই বের হয়ে আসত। আর তখন আমাদের ধর্ম উদার বলে বাহিরে প্রচার করতে পারতাম না।

আওয়ামীলীগের অনেক দূর্নীতি আর ছাত্রলীগের অসহনীয় সন্ত্রাস এর কারণে আমরা অনেকেই আওয়ামীলিগের উপর অসন্তুষ্ট । ছাত্রলীগের নেতারা সব লুটপাটে নিমজ্জ। তাদের আমরা গালাগালিও করি কিন্তু আমাদের বিকল্প কি? যে দলকে ভোট দিব সে দলই তো এসে একই কাজ শুরু করবে । তখন আবার সে দলকেও গালাগালি করি কিন্তু আওয়ামীলীগ ছাড়া অন্যদল ক্ষমতায় আসলে তার সাথে বোনাস হিসাবে আরেকটু বেশী করে সংখ্যালঘু নির্যাতন শুরু হয় । আর বহিবিশ্বতে আমাদের দেশের নামের পাশে সাম্প্রদায়িকতাও যুক্ত হয়।

আমাদের দূর্ভাগ্য হচ্ছে আমরা আসলেই আমাদের দেশে নিজেরাই নিরাপদ না সংখ্যলঘুর নিরাপত্তা নিয়ে আমাদের ভাবনার অবকাশ নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.