আমাদের কথা খুঁজে নিন

   

একদিকে সম্মান ধুলায় লুটায় আর অন্যদিকে

জুট সরকারের মন্ত্রী ইনু বিদেশী দারোয়ানের নিকট আত্তপরিচয় দিতে না পারায় নতমুখে ফিরে আসে বাসায় । আর বিদেশীদের কোন পরিচয় লাগেনা বিপুল সম্মানে ভূষিত হয় তারা বাংলাদেশীদের নিকট । এত বড় লজ্জা কোথায় রাখি একবার ভাবুন দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে এগুচ্ছে । ভারত বিনা অনুমতিতে বাংলাদেশের পন্য তাদের স্বত্বাধিকারে বাজারে বিক্রি করে । আর বাঙ্গালীরা উৎপাদন করেও নিজেরাই খেতে পারেনা ।

যা ফলায় দেনার দায়ে সস্তায় করে বিক্রি , আবার ক্ষুধার তাড়নায় একই দ্রব্য দ্বিগুণ দামে আনে কিনে । এই হলাম বাঙ্গাল ভাল কাজে যাই মানুষকে বুঝাতে , কেউ কেউ কয় তিতা কথা খেয়ে দেয়ে নাই কাজ । যাই মসজিদে সন্দেহ করে কেহ জঙ্গি ভাবে তাকায় আড়চোখে । যাই ময়দানে হাওয়া খেতে এক বেরসিক কয় বখাটে । যাই দোকানে চা খেতে ভাবে চুল লম্বা বাউল , খ টা ক্ষ হাসে হি হি যাই বাজারে তাকিয়ে রয় সবজন যেন গিলে খাবে ।

কেন? বাংলার মানুষ আজ এমন জবাব দাও ক্ষমতা ওয়ালারা । আর কি বা হবে মোদের সামনের দিন গুলু । কে দেবে জবাব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.