আমাদের কথা খুঁজে নিন

   

অপক্ষোর আর একটি বছর

স্বপ্নটার শুরু ২০১১ সালের শেষ দিকে । হঠাৎ করে মনে হল এলএলবি কোর্সে ভর্তি হব । কিন্তু বিধিবাম । গিয়ে দেখি ভর্তি কার্যক্রম শেষ । ভাবলাম ঠিক আছে পরের বছর ভর্তি হব ।

এর মাঝে উদ্ভিদবিজ্ঞান থেকে মার্স্টাস পরীক্ষা দিলাম । হঠাৎ করে টিভির পর্দায় দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন এলএলবি ভর্তির তারিখ ২০শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে । আগ্রহ নিয়ে ল কলেজে গেলাম ফরম তুলব বলে । কিন্তু গিয়ে দেখি সেই আদি সমস্যার নতুন সংস্করণ । এবার সময় আছে কিন্তু ৪৫০আসনের সব গুলো আসন পূর্ণ হয়ে গেছে সেপ্টেম্বর মাসেই ।

অথচ আমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স দিয়েছি তাদের ব্যবহারিক পরীক্ষাই হয়েছে অক্টোবর মাসে । কি আর করা আফসোস করতে করতে বাসায় ফিরলাম । সম্পূর্ণ সৌখিনতার বর্শবর্তী হয়ে দুবছর ধরে চেষ্টা করতেছি । তাই হয়ত নিয়তি আমার বাঁধা হয়ে দাড়িয়েছে । আর প্রাইভেট পড়ে এই বিষয়ে টাকা খরচ করাটাও সম্ভব না ।

তাই অপেক্ষার আর একটি বছর বাড়ল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.